‘সমস্ত হিসাব দিতে হবে’, শ্রাবণ মাসে মাংস খাওয়ায় তনুশ্রীকে কটাক্ষ নেটিজেনদের

‘সমস্ত হিসাব দিতে হবে’, শ্রাবণ মাসে মাংস খাওয়ায় তনুশ্রীকে কটাক্ষ নেটিজেনদের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন আগে সোশাল মিডিয়াতে এসে নিজের দুরাবস্থার কথা ফলাও করে জানিয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। একসময়ে বলিউডের সেনসেশন ছিলেন যে নায়িকা তাঁর এহেন অবস্থা দেখে অবাক হয়েছিলেন তাঁর অনুরাগীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শ্রাবণ মাসে মাংস খাওয়া নিয়ে বিতর্কে জড়ালেন অভিনেত্রী।

রবিবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। সেখানে নিজের খাদ্যাভাস সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। সেখানেই তিনি জানান, শ্রাবণ মাসের উপোস ভাঙার পরে তিনি মাংস খান। নিজেকে ভালো রাখার একমাত্র উপায় শুধুই নিজের পছন্দের খাবার। তাই নিজের পছন্দের খাবার খেয়ে সমস্ত নেগেটিভিটি সরিয়ে ফেলার মতো কথাও অভিনেত্রী বলেন। একইসঙ্গে জানান যে, এইভাবে খাবার খেয়ে তিনি ভালো আছেন। এই খাবার আয়ুর্বেদিক মতে তিনি খান। যা সত্যিই ভীষণ উপকারী। ব্যস এই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই অভিনেত্রীকে কটাক্ষ করেন নেটিজেনরা। ধেয়ে আসে নানা কুমন্তব্য। ভরা শ্রাবণে তনুশ্রীর এই ভিডিও দেখে বেজায় চটেছে নেটপাড়া। ঠিক কী বলেন এদিন নেটাগরিকরা তনুশ্রীকে?

 
 
 
 
 
View this submit on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tanushree Dutta Miss India Universe (@iamtanushreeduttaofficial)

এদিন নেটিজেনরা অভিনেত্রীর উদ্দেশ্যে বলেন, ‘আপনি মানসিক ভাবে সুস্থ নন। আপনার সুস্থতা প্রয়োজন।’। কেউ আবার তাঁকে নিরামিষাশী হওয়ার পরামর্শ দিয়েছেন। তবে চুপ থাকেননি তনুশ্রীও। পালটা তিনিও লিখেছেন, ‘আমি এভাবেই উপোস করতে অভ্যস্ত।’ উল্লেখ্য, ২০১৮ সালে নানা পাটেকরের বিরুদ্ধে ‘মি টু’ আন্দোলনে সরব হয়েছিলেন তনুশ্রী দত্ত। তবে সঠিক সাক্ষ্যপ্রমাণের অভাবে সেই মামলা আর এগোয়নি। এরপর কিছু বছর বিদেশে ছিলেন তিনি। তবে এখন এদেশেই রয়েছেন। এবার ফের জীবনের আরও এক সমস্যা নিয়ে সোশাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেত্রী।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *