সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়েছিল মোহনবাগান। চিন্তা বাড়ছিল সবুজ-মেরুন সমর্থকদের। কিন্তু সেখান থেকে কামব্যাকের রাস্তা খুঁজে পেল, তার সবচেয়ে কারণ মোলিনার ঠান্ডা মাথা। শেষ পর্যন্ত ২-১ বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। আর চ্যাম্পিয়ন হওয়ার পর মোলিনা জানালেন, পিছিয়ে পড়েও বিন্দুমাত্র দুশ্চিন্তা করেননি। অন্যদিকে মোহনবাগান অপধিনায়ক শুভাশিস বলছেন, সমর্থকদের জন্যই কাপ জিততে পেরেছেন তারা।
ম্যাচের পর মোলিনার বক্তব্য, “আমরা যতটা সম্ভব ঠান্ডা মাথায় ফুটবল খেলতে চেয়েছিলাম। পিছিয়ে পড়েও মনে হয়েছিল কামব্যাক করতে পারি। সবাই সেই বিশ্বাসটা রাখতে পেরেছিল।” আর শুভাশিস বললেন, “এটা স্বপ্নের দল। তার উপর এরকম সমর্থকদের সামনে খেলতে পারা সৌভাগ্যের বিষয়। এরকম সমর্থন না পেলে চ্যাম্পিয়ন হতে পারতাম না।” ঠিক একই কথা বলে গেলেন কামিংসও। জানালেন, সবুজ-মেরুন জনতার সামনে চ্যাম্পিয়ন হওয়া সৌভাগ্যের ব্যাপার।
অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্টসের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা বললেন, “এই চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব সম্পূর্ণ ভাবে সমর্থকদের। আমি গর্বিত যে মেরিনার্সদের পাশে পেয়েছি।’ পরে তিনি সোশাল মিডিয়ায় লেখেন, ‘আবেগ ও গর্বের মুহূর্ত। মোহনবাগানের সকলকে আন্তরিক শুভেচ্ছা। তোমরা শুধু ট্রফি জেতোনি, লক্ষ লক্ষ সমর্থকের হৃদয়ে তোমাদের নাম চির অমর হয়ে রইল। এই জয় আশ্বাস, প্রতিভার সঙ্গে মোহনবাগানের ঐতিহ্যেরও উদযাপন।
Phrases from the Chairman 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/c31lTz6CZk
— Mohun Bagan Tremendous Big (@mohunbagansg) April 12, 2025
A second of immense delight and emotion. Heartiest congratulations to @mohunbagansg for doing the @IndSuperLeague double and lifting the #ISLCup2025 at dwelling. You haven’t simply received a title – you’ve as soon as once more etched your title into the hearts of hundreds of thousands. This victory is a celebration… pic.twitter.com/rksGSFRye1
— Dr. Sanjiv Goenka (@DrSanjivGoenka) April 12, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন