সবে মিলি করি কাজ! মিলিজুলি পারফরম্যান্সে দিল্লির বিরুদ্ধে ২০০ পেরল নাইটরা

সবে মিলি করি কাজ! মিলিজুলি পারফরম্যান্সে দিল্লির বিরুদ্ধে ২০০ পেরল নাইটরা

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুতে নারিন, গুরবাজের আক্রমণ, মাঝে রিঙ্কু-অঙ্গকৃষের বুদ্ধিদীপ্ত ব্যাটিং। এবং শেষবেলায় রাসেল ঝড়। দিল্লিতে চলতি মরশুমের অন্যতম সেরা ব্যাটিংটা সম্ভবত করে ফেলল কেকেআর।

এদিন দলগত পারফরম্যান্সে অরুণ জেটলি স্টেডিয়ামে ২০০ পেরিয়ে গেল নাইটরা। চলতি মরশুমে এর আগে ২৪০-এর ঘরেও রান করেছে নাইটরা। কিন্তু দিল্লির তুলনামূলক স্লো পিচে অধিকাংশ ব্যাটার যেভাবে নিজেদের দায়িত্ব পালন করলেন, সেটা চলতি মরশুমে দেখা যায়নি এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে যায় কেকেআর। নির্ধারিত ২০ ওভারে নাইটদের ইনিংস শেষ হয় ৯ উইকেটের বিনিময়ে ২০৪ রানে।

শুরুটা ভালোই করেন নারিন এবং গুরবাজ। প্রথম উইকেটের জুটিতে নাইটরা তোলে ৪৮। গুরবাজ করেন ২৬। নারিন যখন আউট হলেন তখন দলের রান ৮৫। নারিন নিজে করেন ২৭ (১৬)। এরপর অবশ্য দ্রুত রাহানে (২৬), ভেঙ্কটেশ আইয়ার (৭) প্যাভিলিয়নে ফিরে যান। ৯১ রানে ৪ উইকেট খুইয়ে খানিক চাপে পড়ে যায় নাইটরা। এবার জুটি বাঁধেন রিঙ্কু এবং অংকৃষ। ওই জুটিতে ৬১ রান তোলে নাইটরা। তবে মোক্ষম সময়ে রিঙ্কু (২৫ বলে ৩৬) এবং অঙ্গকৃষ (৩২ বলে ৪২) আউট হয়ে যাওয়ায় ফের চাপে পড়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। যদিও ততক্ষণে কেকেআরের স্কোর ১৭০ পেরিয়েছে। শেষদিকে রাসেল ৯ বলে ১৭ রানের ইনিংস খেলে কেকেআরকে দুশোর উপর পৌঁছে দেন।

শেষ ওভারে প্রাক্তন নাইট মিচেল স্টার্ক জোড়া উইকেট-সহ আরও সস্তার ওভারটা না করে গেলে হয়তো আরও খানিকটা রান তুলতে পারত কেকেআর। সেটা হলে অরুণ জেটলি স্টেডিয়ামের স্লো পিচে আরও বেশি চাপে ফেলা যেত দিল্লিকে। তবে কেকেআরের হাতে যা পুঁজি রয়েছে, শিশির না এলে তাতেও ভালরকম পরীক্ষায় ফেলা চাপে দিল্লির ব্যাটিং বিভাগকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *