সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যকে সবুজায়নের বার্তা বরাবর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনসৃজন ও পরিবেশরক্ষার জন্য রাজ্য সরকার কাজ করছে। অরণ্য ও বন্যপ্রাণ রক্ষায় আরও পদক্ষেপ করছে বনদপ্তর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আরও একটি গান লিখেছেন। বনমহোৎসবে সচেতনতার বার্তা দিয়ে গান লিখলেন মুখ্যমন্ত্রী।
‘সবুজ বাঁচাও, সবুজ দেখাও। সবুজের মাঝে, বিবেক জাগাও…’ গানে গানে বনসৃজন ও পরিবেশরক্ষার এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। এই গানটি লেখার পাশাপাশি তিনি সুরও দিয়েছেন। মুখ্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া গানটি গেয়েছেন শিল্পী রূপঙ্কর বাগচী। এদিন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে এই গান পোস্ট করেন। গানের প্রতিটি লাইনেই বনসৃজন ও পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়েছে। সবুজের আহ্বান ধ্বনিত হয়েছে লেখায়। এই গানের মধ্যে দিয়ে সবুজের অভিযানের নতুন যুগের বার্তা দিয়েছেন তিনি।
সবুজ বাঁচাও, সবুজ দেখাও/ সবুজের মাঝে বিবেক জাগাও/ সবুজ ধ্বংস কোরো না, সৃষ্টিকে উপড়ে দিও না/ ওরা তো বাঁচতে চায়, ওরাও তো হাসতে চায়/ ওদের মুখে হাসি ফোটাও, নতুন যুগের আহ্বানে, নব প্রজন্মের প্রাণের টানে, নতুন চলেছে নতুনের সন্ধানে…।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সময় আগে থেকেই গান লেখেন। নিজেই গানের সুর করেন। রাজ্যের বিভিন্ন অনুষ্ঠান, উৎসব উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী নিয়মিত গান লেখেন। দুর্গাপুজো, বড়দিন, বর্ষবরণ-সহ একাধিক দিনে সেসব গানে রাজ্য মুখরিত হয়। প্রসঙ্গত দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেও মুখ্যমন্ত্রী গান লিখেছিলেন। মন্দির উদ্বোধন ও রথযাত্রার দিন সেই গান বাজানো হয়েছিল। এবার বনমহোৎসবে গান বাঁধলেন মুখ্যমন্ত্রী।