‘সবাই রেকর্ড নিয়ে বলুক, আমি তোমার কান্না মনে রাখব’, বিরাটের অবসরে আবেগঘন অনুষ্কা

‘সবাই রেকর্ড নিয়ে বলুক, আমি তোমার কান্না মনে রাখব’, বিরাটের অবসরে আবেগঘন অনুষ্কা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ চোদ্দ বছরের টেস্ট ক্রিকেটের কেরিয়ারকে বিদায় বিরাট কোহলির। অফ ফর্ম কাটিয়ে দুরন্ত ছন্দে ফিরেও লাল বলের ক্রিকেটকে ‘আলবিদা’ জানিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। স্বাভাবিকভাবেই কিং কোহলির অবসরের ঘোষণায় অশ্রুসজল আসমুদ্রহিমাচলের ক্রিকেট ভক্তরা। কোহলির অবসরের ঘোষণায় বলিউড সেলেবদেরও মন ভেঙেছে। ভারত-পাক উত্তেজনা আবহেও নেটপাড়া যখন বিরাটের ‘বিরাট ঘোষণা’য় সরগরম, তখন সেই লগ্নেই স্বামীকে নিয়ে কলম ধরলেন আবেগপ্রবণ অনুষ্কা শর্মা।

ইনস্টাগ্রামে অনুষ্কা ভাগ করে নিয়েছেন সেই সময়কার একটি ছবি, যখন খারাপ পারফরম্যান্সের জন্য লাগাতার কটাক্ষের মুখে পড়তে হয়েছিল বিরাট কোহলিকে। পুরনো সেই দিনের কথা মনে করে অনুষ্কা শর্মা তাঁর ইনস্টাগ্রামে লিখলেন, ‘সকলে হয়তো তোমার রেকর্ড, মাইলস্টোন নিয়ে কথা বলবে- তবে আমি তোমার সেই কান্নার দিনগুলো মনে রাখব, যেটা তুমি কখনও প্রকাশ্যে দেখাওনি, তোমার অন্দরের যে যুদ্ধগুলো কেউ দেখেনি এবং এই টেস্ট ক্রিকেটকে তুমি যে অপরিসীম ভালোবাসা দিয়েছ। আমি এগুলো তোমাকে কীভাবে গড়ে তুলেছে। প্রতিটা টেস্ট সিরিজের পর, তুমি একটু বেশি জ্ঞানী, আরেকটু বিনম্র হয়ে ফিরে আসতে এবং এই যাবতীয় বিষয়ের মধ্য দিয়ে তোমাকে বিকশিত হতে দেখাটা, আমার কাছে বড় সৌভাগ্যের বিষয়।’

 
 
 
 
 
View this put up on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

প্রসঙ্গত, কোভিড পরবর্তী অধ্যায়েও দুর্বল পারফরম্যান্সের জন্য বিরাটের কপালে জুটেছিল নানা সমালোচনা, কটুকথা আর একরাশ অপমান। অনেকেই তখন বলেছিলেন, কোহলির এবার অবসর নেওয়া উচিত। তবে দাঁতে দাঁত চেপে মাঠে নেমেছিলেন তিনি। আর ১২ মে, সোমবার যখন বিরাট নিজে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন, তখন অনুষ্কা শর্মা সংশ্লিষ্ট পোস্টেই মনে করিয়ে দিলেন, ‘আমি সবসময়ে ভাবতাম একদিন হয়তো তুমি এই সাদা জার্সিতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে। কিন্তু তুমি সবসময়ে তোমার মনের কথা শুনেছো। এই বিদায় বেলায় তোমাকে অনেকটা ভালোবাসা, আর এটা তুমি নিজে অর্জন করেছ।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *