সবচেয়ে কম বলএ ৫০টি ছক্কা! বোলারদের বাউন্ডারির বাইরে ফেলে একাধিক নজির অভিষেকের

সবচেয়ে কম বলএ ৫০টি ছক্কা! বোলারদের বাউন্ডারির বাইরে ফেলে একাধিক নজির অভিষেকের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের। তাতে ফের একবার ছত্রভঙ্গ পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচেও টিম ইন্ডিয়ার কাছে ধরাশায়ী হয়েছিল সলমন আলি আঘার দল। এবার সুপার ফোরের ম্যাচেও একই ছবি। পাকিস্তানকে নিয়ে একপ্রকার ছেলেখেলা করেছে ভারত। আর সেই ম্যাচে ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে রেকর্ডবুকে নাম তুললেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। তাছাড়াও সবচেয়ে কম বল খেলে ৫০টি ছক্কা মেরে বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি। 

রবিবার টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের সামনে ১৭২ রানের লক্ষ্য রাখে পাকিস্তান। জবাবে ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন অভিষেক। শাহিন আফ্রিদির প্রথম বলেই লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকান। চলতি এশিয়া কাপে আরব আমিরশাহী ম্যাচেও প্রথম বলে ছক্কা দিয়ে শুরু করেছিলেন ভারতের এই বাঁ-হাতি ওপেনার। এমন নজির কিন্তু আর কোনও ভারতীয় ব্যাটারের নেই।

এর আগে টি-টোয়েন্টিতে প্রথম বলে ছক্কা হাঁকানোর কৃতিত্ব ভারতীয়দের মধ্যে ছিল রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার। ২০২১ সালে ইংল্যান্ডের আদিল রশিদকে ছয় দিয়ে ‘স্বাগত’ জানিয়েছিলেন হিটম্যান। খেলাটি হয়েছিল আহমেদাবাদে। হারারেতে জিম্বাবোয়ের সিকান্দার রাজার প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন যশস্বী, ২০২৪ সালে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের জোফ্রা আর্চারের প্রথম বলে ছয় মেরেছিলেন সঞ্জু স্যামসনও।

তবে, শাহিন আফ্রিদিকে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে রোহিত, যশস্বী, সঞ্জুদের ছাপিয়ে গেলেন অভিষেক শর্মা। কারণ তিনি দ্বিতীয়বার এই কৃতিত্ব অর্জন করেছেন। অন্যদিকে, টি-টোয়েন্টি কেরিয়ারে কখনও প্রথম বলে ছয় খাননি শাহিন। টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনারই প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ঐতিহাসিক নজির গড়লেন। উল্লেখ্য, ৩৯ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়েছেন অভিষেক। তাঁর ইনিংস সাজানো ৬টি চার, ৫টি ছক্কায়। স্ট্রাইক রেট প্রায় ১৯০। তাঁর এমন সাইক্লোনিক ব্যাটিং দেখে প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট মহল।

অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বল খেলে দ্রুততম ৫০টি ছক্কা মারার নজিরও গড়েছেন অভিষেক। মাত্র ৩৩১ বলে এই অত্যাশ্চর্য মাইলফলক স্পর্শ করেন তিনি। এক্ষেত্রে তিনি পিছনে ফেলেন ক্যারিবিয়ান ব্যাটার এভিন লুইসকে। তিনি ৩৬৬ বল খেলে এই কৃতিত্ব গড়েছিলেন। তালিকায়  আন্দ্রে রাসেল তৃতীয় স্থানে। হজরতউল্লাহ জাজাই এবং সূর্যকুমার যাদব রয়েছেন চতুর্থ এবং পঞ্চম স্থানে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ







Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *