অর্ণব দাস, বারাকপুর: দ্রুত সংস্কারের প্রয়োজন সোদপুর ফ্লাইওভার! তাই চলতি মাসের ১৯ তারিখ থেকে সংস্কারের কাজ শুরু হতে চলেছে সোদপুর ফ্লাইওভার। তবে, সম্পূর্ণ বন্ধ রেখে নয়, বারাসত কলোনি মোড় ফ্লাইওভারের আদলে সপ্তাহে দু’দিন শনিবার ও রবিবার বন্ধ রেখেই চলবে মেরামতির কাজ। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ফ্লাইওভারের মোট ২৮টি গার্ডারের ৫৬টি বিয়ারিং পরিবর্তন করতে হবে। ব্রিজের নিচে রয়েছে শতাধিক দোকান। যখন যেই অংশে সংস্কার হবে, তখন সেই অংশের ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার কথাও বলা হয়েছে। যাতে যানজট নিয়ে সমস্যা না হয়, তার পরিকল্পনা আগে থেকেই করে নিয়েছে বারাকপুর পুলিশ কমিশনারেট। আগেই এই ফ্লাইওভারে ১০টনের বেশি ভারী যান চলাচলে নিষিদ্ধ করা হয়েছিল।
সপ্তাহের দু’দিন সংস্কারের সময় বিটি রোডের গির্জা মোড় থেকে একফোর্ড রোড ধরে ৮ নম্বর রেলগেট, রাসমণি মোড়, আরএন অ্যাভিনিউ ও কেয়ামোড় হয়ে মধ্যমগ্রাম-সোদপুর রাস্তার কাচকল মোড় হয়ে বড় ও ভারী গাড়ি চলাচল করবে। ছোট গাড়ি ৬ নম্বর রেলগেট পেরিয়ে রামচন্দ্রপুর রোড হয়ে বিটি রোডে যাতায়াত করবে। পানিহাটির পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে জানিয়েছেন, নাগরিকদের যাতায়াতের কথা ভেবেই সপ্তাহে দু’দিন বন্ধ রেখে চলবে সোদপুর ফ্লাইওভার সংস্কারের কাজ। ছুটির দিনে কাজ হওয়ায় যানবাহনের চাপও কম থাকবে, পাশাপাশি বিকল্প রাস্তা ব্যবহার হওয়ার কারণে কাউকে সমস্যায় পড়তে হবে না।