নিরুফা খাতুন: দেবীর আগমনে আনন্দে মাতোয়ারা কলকাতা থেকে জেলাবাসী। বোধনে বধ হয়েছে বৃষ্টি অসুর! বৃষ্টিছাড়া মোটামুটি নির্বিঘ্নেই কেটেছে ষষ্ঠী। সপ্তমীর আকাশ কেমন থাকবে? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টির সম্ভবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমীর রাত থেকে বদলাবে আবহাওয়া। দশমী ও একাদশীতে বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস জানিয়েছে, আজ, সোমবারে উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। তবে মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কম। অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
নবমীর নিম্নচাপে দশমীর দিন কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা। ঝড় ও বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরভারী গনা জেলায়। এছাড়াও নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বৃষ্টির শঙ্কা।
অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তমীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আগামিকাল মঙ্গলবার অষ্টমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। বুধবার নবমীতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দশমী এবং একাদশীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।