সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুন মাসে শেষ হয়েছে আইপিএল। এরপর অখণ্ড অবসরে মহেন্দ্র সিং ধোনি। খেলা থেকে দূরে থাকাকালীন অবসর সময়টাকে দারুণভাবে কাজে লাগাচ্ছেন এমএস ধোনি। শনিবার, ১৯ জুলাই, প্রাক্তন ভারতীয় অধিনায়ককে দেখা গেল রাঁচির দেউরি মন্দিরে। মাহির সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সাক্ষী এবং মেয়ে জিভা।
তিনজনের বেশ কিছু ছবি এবং ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। আধ্যাত্মিক ধোনিকে দেখে নেটিজেনরা আপ্লুত। তাঁরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ককে। ধোনিকে দেখা যায়, কালো গেঞ্জির উপর লাল কাপড় জড়িয়ে রাখতে। তাঁর পরিবারকেও দেখা গিয়েছে লাল কাপড়ে।
দেখা গিয়েছে, দেউরি মন্দিরে তাঁর সঙ্গে ছিল আঁটসাঁট নিরাপত্তা। যদিও অনুরাগীরাও ঘিরে ধরেন তাঁকে। নেটিজেনরা তাঁকে ‘ঈশ্বরের প্রিয় সন্তানে’র সঙ্গে তুলনাও পর্যন্ত টেনেছেন। একজন লেখেন, ‘সমস্ত কোলাহলের মধ্যেও এভাবেই শিকড়ের টান খুঁজে পান ভারতের প্রাক্তন অধিনায়ক।’
কেউ তাঁকে ‘সরলতা’কে কুর্নিশ জানিয়েছেন। আর-একজনের কথায়, ‘কি অসাধারণ মুহূর্ত ক্যাপ্টেন’। উল্লেখ্য, ৭ জুলাই ‘ক্যাপ্টেন কুলে’র ৪৪তম জন্মদিনে প্রাক্তন ভারত অধিনায়ককে অভিনব উপায়ে শুভেচ্ছা জানিয়েছিল ফিফা। কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ডেভিড বেকহ্যামদের জার্সি নম্বর ব্যবহার করে মাহিকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। ধোনির জন্মদিনটিকে ‘থালা ডে’ বলে অভিহিত করেছে ফিফা। আর এবার আধ্যাত্মিক ধোনির নতুন অবতারে মুগ্ধ নেট নাগরিকরা।
MS Dhoni, Sakshi & Ziva visited Dewri Mandir at Ranchi. ❤️ 🙏
– PICTURE OF THE DAY…!!!! pic.twitter.com/vwq6EH0Ljp
— Johns. (@CricCrazyJohns) July 19, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন