সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রণচণ্ডী দেবী, তার রূপ ভয়ংকর / শত্তুরে ডরায় তারে, সহায় ভবানী পাঠক’ — ডমরু-উলধ্বনির রণহুঙ্কারে প্রকাশ্যে এল ‘দেবী চৌধুরানী’র ঝলক। লোভী ব্রিটিশ সরকারের হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করতে কীভাবে গোপনে সন্ন্যাসী বিদ্রোহের প্রস্তুতি নিয়েছিলেন ভবানী পাঠক? টিজারজুড়ে সেই কাহিনিই ফুটে উঠল টুকরো কোলাজে।
গল্পের প্রেক্ষাপট ১৭৭০ সাল। সন্ন্যাসী বিদ্রোহের নায়ক ভবানী পাঠক অবতারে নজর কাড়লেন ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’। ব্রিটিশ শাসনের নাগপাশে যখন মাতৃভূমির মানুষজনের প্রাণ ওষ্ঠাগত, তখন দেবী চৌধুরানীকে শান দেওয়া তরবারিতে পরিণত করলেন ভবানী। গুরুর আদেশে যোগ্য শিষ্যার মতো চৌধুরানী ঝাঁপিয়ে পড়লেন মাতৃভূমি রক্ষার্থে। সেই কাহিনিই শুভ্রজিৎ মিত্রের ফ্রেমে পর্দায় ফুটে উঠবে। কপালে রক্ততিলক, গলায় রুদ্রাক্ষের মালা, গেরুয়া বসন, মাথায় বাঁধা লাল কাপড়ের ফেট্টি। মুখে ‘জয় ভৈরবী’ ধ্বনি। দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞী ‘দেবী চৌধুরাণী’র গুরু ‘ভবানী পাঠক’-এর ভূমিকায় লাইমলাইট কেড়ে নিলেন প্রসেনজিৎ। প্রযোজনা সংস্থার তরফে ঝলক প্রকাশ্যে এনে লেখা হয়েছে, “আমরাও লড়াই ফিরিয়ে দেব। এই গল্প গৌরবময় ইতিহাসের গল্প। বাংলার সংস্কৃতির গল্প, বাংলার মাটির গল্প। এই দেবীপক্ষে আসছে দেবী চৌধুরানী।” ইতিহাসনির্ভর এই ছবি মুক্তি পাচ্ছে পুজোর মরশুমে। তার প্রাক্কালেই অ্যাকশনের মারপ্যাঁচ, দুরন্ত ভিএফএক্সে নজরকাড়া দেবী চৌধুরানীর টিজার। ঝলকের বেশ কিছু দৃশ্য কাঁটা ধরাল গায়ে! প্রদ্যুম্ন কুমার সাঁই এবং মোহন দাস এই সিনেমার অ্যাকশন কোরিওগ্রাফ করেছেন। যিনি প্রভাসের আদিপুরুষ ছবিটির অ্যাকশন কোরিওগ্রাফের দায়িত্বে ছিলেন এর আগে।
View this publish on Instagram
ইতিহাস ভিত্তিক ছবি ‘দেবী চৌধুরানী’তে ডাকাতসম্রাজ্ঞীর ভূমিকায় রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নিলকে। উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। এবার মুক্তির পালা। ছবির সঙ্গীতের দায়িত্ব সামলেছেন বিক্রম ঘোষ। সিনেমাটোগ্রাফি অনির্বাণ চট্টোপাধ্যায়ের। এর আগে কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ করা হয়েছিল ‘দেবী চৌধুরানী’র মোশন পোস্টার। এবার সেই সিনেমার ঝলক প্রকাশ্যে এনে উন্মাদনার পারদ চড়ালেন নির্মাতারা।