সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি পাঞ্জাব দা পুত্তর। কিন্তু ভারতের অধিনায়ক। তাই মাতৃভাষা ছাড়াও দেশের অন্য প্রান্তের ভাষাও দিব্যি বলতে পারেন। তরুণ সতীর্থ যখন দারুণ বল করছেন, তাতিয়ে তুলতে তাঁর মাতৃভাষাতেই বাহবা জানালেন ক্যাপ্টেন। বৃহস্পতিবার লর্ডসে শুভমান গিলের মুখে এভাবেই শোনা গেল তেলুগু ভাষা। সেই ভিডিও ভাইরাল হতেই মুগ্ধ নেটদুনিয়া।
বৃহস্পতিবার লর্ডসে টেস্ট জেতেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। লর্ডসের সিমিং পরিবেশে জশপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজ-আকাশ দীপ পেস ত্রয়ীর দাপট দেখা যাবে প্রথম সেশনে, এমনটাই অনুমান ছিল। কিন্তু শেষ পর্যন্ত ভারতের রক্ষাকর্তা হয়ে ওঠেন তরুণ তুর্কি নীতীশ রেড্ডি। অন্ধ্রপ্রদেশের তরুণ অলরাউন্ডারের হাত ধরেই প্রথম সেশনে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া।
১৩তম ওভারে নীতীশকে আক্রমণে আনেন শুভমান। ওই ওভারের তৃতীয় বলেই ডাকেটকে আউট করেন নীতীশ। অতি সাধারণ ডেলিভারি গ্লাভস ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপারের হাতে। ওভারের শেষ বলে অনবদ্য ডেলিভারিতে আউট হন ক্রলি। পরপর দুই উইকেট পড়তেই উচ্ছ্বাসে মেতে ওঠে গোটা ভারতীয় দল। আগ্রাসী ভঙ্গিতে অধিনায়কত্ব শুরু করেন গিলও।
এহেন সময়েই স্টাম্প মাইকে শোনা যায়, তেলেগু ভাষায় কথা বলছেন গিল। ১৬ তম ওভারে নীতীশ বল করতে আসেন। স্লিপে দাঁড়িয়ে সেসময়ে গিল বলেন, “বাগুন্দি রা মাওয়া”। তার অর্থ হল, দারুণ বল করেছিস ভাই। গিলের এমন আচরণে মুগ্ধ নেটদুনিয়া। সম্প্রতি যেভাবে গোটা দেশে ভাষাযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, নির্দিষ্ট কয়েকটি রাজ্যে সেখানকার ভাষা না বললে হেনস্তার শিকার হচ্ছেন আমজনতা, সেখানে দাঁড়িয়ে ভাষার বিভেদ খানিকটা মেটানোর চেষ্টা করলেন গিল।
Bagundi ra mawa – Gill to NKR
( save the video) may delete quickly. pic.twitter.com/YmQn6nC30Z— Abhishek Reddy (@1_m_Abhishek) July 10, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন