সতর্কতা না পসন্দ! বিসর্জনের রাতে পুলিশকেই ‘মার’ মদ্যপ যুবকের, চাঞ্চল্য বর্ধমানে

সতর্কতা না পসন্দ! বিসর্জনের রাতে পুলিশকেই ‘মার’ মদ্যপ যুবকের, চাঞ্চল্য বর্ধমানে

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সৌরভ মাজি, বর্ধমান: বিসর্জন চলাকালীন মদ্যপ যুবকের হাতে রাজ্যে ফের আক্রান্ত উর্দি! ঘটনায় গুরুতর জখম হন এক পুলিশ কর্মী। আহত অবস্থায় ওই পুলিশকর্মীকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় পুলিশ কর্মীকে। জানা গিয়েছে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার উজিরপুর এলাকায়। ইতিমধ্যে ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সমর বাউরি এবং মঙ্গল বাউরি। অন্য এক অভিযুক্ত অভিজিৎ বাউরি ঘটনার পর থেকেই বেপাত্তা। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

জানা যায়, শুক্রবার বিসর্জন চলাকালীন হঠাৎ করেই দামোদর নদে জল বাড়তে শুরু করে। বিপদ এড়াতে পুলিশ প্রশাসনের তরফে দ্রুত বিসর্জন শেষ করার নির্দেশ দেয়। অভিযোগ, এহেন সিদ্ধান্তে আপত্তি জানিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বেশ কয়েকজন মদ্যপ যুবক। যা নিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এর মধ্যেই এক মদ্যপ যুবক হঠাৎ করেই এক সিভিক ভলান্টিয়ারের উপর চড়াও হয় এবং মারধর করে বলে অভিযোগ। তা দেখে ছুটে আসেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী শুভেন্দু গুঁই। অভিযোগ, তাঁর উপরেও চড়াও হয় মদ্যপ যুবকরা। করা হয় মারধর। 

ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। শুরু হয় ব্যাপক ধরপাকড়। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। বলে রাখা প্রয়োজন, শুক্রবার টিটাগর পুরসভার ২২ নম্বরে ওয়ার্ডে বিসর্জন চলাকালীন একইভাবে মদ্যপ যুবকের হাতে আক্রান্ত হতে হয় পুলিশকে। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়াতে ভাইরাল হয় (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশকে লক্ষ্য করে কিল, চড়, ঘুষি মারছে একদল মত্ত যুবক। ঘটনায় কড়া ব্যবস্থা নেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় চারজনকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *