সঞ্জয়ের ৩০ হাজার কোটিতে ভাগ বসানোয় ‘সতীনে’র গালমন্দ! সম্পত্তি বিবাদের মাঝে কেমন আছেন করিশ্মা?

সঞ্জয়ের ৩০ হাজার কোটিতে ভাগ বসানোয় ‘সতীনে’র গালমন্দ! সম্পত্তি বিবাদের মাঝে কেমন আছেন করিশ্মা?

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই তাঁর ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ! সোনা কমস্টার কোম্পানির মালিকানা নিয়েই গোল বেঁধেছে কাপুরদের অন্দরমহলে। সদ্য বাবার সম্পত্তির ভাগ চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল করিশ্মা কাপুরের দুই সন্তান সামাইরা এবং কিয়ান। আদালতে সৎ মা প্রিয়া সচদেবের বিরুদ্ধে জাল দলিল-নথি তৈরির অভিযোগ তোলে তারা। পালটা ছেড়ে কথা বলেননি সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী এবং মৃত্যুর দিন পর্যন্ত তাঁর সঙ্গে থাকা প্রিয়া সচদেব। আইনজীবী মারফৎ কাপুরকন্যাকে প্রশ্ন ছুড়েছেন, ডিভোর্সের পর ১৫ বছর কোথায় ছিলেন? তখন কেন দেখা যায়নি আপনাকে? এমন আবহে দেশের গ্ল্যামারইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে করিশ্মা বনাম ‘সতীন’ প্রিয়া সচদেবের আইনি লড়াই! এমতাবস্থায় মুম্বইয়ে কেমনভাবে দিন কাটছে করিশ্মার?

দিন দুয়েক ধরেই গুঞ্জন, আইনি বিবাদের জেরে করিশ্মা নাকি মানসিকভাবে বিধ্বস্ত? ভেঙে পড়েছেন! আদৌ কি তাই? সূত্রের খবর বলছে অন্য কথা! জানা গিয়েছে, করিশ্মা আপাতত মুম্বইতে নিজের কাজ নিয়ে ব্যস্ত। বরাবরের মতো এখনও সেটাই তাঁর ধ্যানজ্ঞান। প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের এহেন বিপুল পরিমাণ সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে যে আইনি লড়াই বর্তমান, তাতে কোনও ভ্রুক্ষেপ নেই করিশ্মার! কাজেই ডুবে রয়েছেন তিনি। সম্পত্তি নিয়ে আইনি জটিলতার কোনও প্রভাব পড়তে দেননি তাঁর ব্যক্তিগতজীবনে।

ওই ঘনিষ্ঠ সূত্রের সংযোজন, পেশাগতজীবনে একাধিক প্রতিশ্রুতি রয়েছে কাপুরকন্যার। বিভিন্ন প্রজেক্টে শুটিং করছেন। সম্প্রতি করিশ্মাকে রিয়ালিটি শো ‘সুপার ডান্সার চ্যাপ্টার ৫’-এর বিশেষ অতিথি হিসেবেও দেখা গিয়েছে। শুধু তাই নয়, এক অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যের বাইরেও উড়ে গিয়েছিলেন। কাজ নিয়ে কোনওরকম গড়িমসি করতে নারাজ করিশ্মা। কারণ তিনি ঠাকুরদা রাজ কাপুরের মতোই ‘দ্য শো মাস্ট গো অন’ মন্ত্রে বিশ্বাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *