‘সখী, যাতনা কাহারে বলে…’, সরস্বতী পুজোয় প্রেম প্রেমভাব মিমির, মনে বসন্ত এল?

‘সখী, যাতনা কাহারে বলে…’, সরস্বতী পুজোয় প্রেম প্রেমভাব মিমির, মনে বসন্ত এল?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরস্বতীর পুজোয় নীলাম্বরী সাজে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। কপালে ছোট্ট রং মিলান্তি টিপ। কানে ঝুমকো। খোলা চুল গাল বেয়ে কাঁধ ছুঁয়ে রয়েছে। সঙ্গে মুক্তোঝরা হাসি। সকালের নরম রোদে মিমির চোখেমুখে যেন প্রেমের ইস্তেহার। মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে অভিনেত্রী জানান দিলেন তাঁর মনে গুটি গুটি পায়ে বসন্ত ধরা দিয়েছে! শুধু এহেন ‘লাজুক প্রেমিকা’ সাজুগুজু নয়, বরং চোখ গেল মিমির লেখা ক্যাপশনের দিকে। সরস্বতীর পুজোর সকালে তাঁর ‘যাতনার ভাবনা’র কথা ভাগ করে নিলেন সোশাল মিডিয়ায়।

সরস্বতী পুজো মানেই অনেকের কাছে বাঙালির ভ্যালেন্টাইনস ডে! পাটভাঙা শাড়ি-পাঞ্জাবি। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার ছাড়পত্র। খিচুড়ি ভোগে উদরপূর্তির পাশাপাশি মনের ভালোবাসার মানুষের সঙ্গে প্রেমের উপযাপন করা। যুগ বদলালেও নবীন প্রজন্ম সেই ধারা বজায় রেখেছে। মিমি তাঁর নতুন ফটোশুটে কি সেটাই মনে করিয়ে দিলেন? রবিবার সকাল থেকেই সকলে বাগদেবীর আরাধনায় মেতেছেন। আমজনতার পাশাপাশি সেলেবরাও তাই। নীল রঙের সালোয়ারে সাজের বাহারে মিমি ক্যাপশনে জুড়ে দিয়েছেন রবীন্দ্রসঙ্গীত- “সখী, ভাবনা কাহারে বলে/ সখী, যাতনা কাহারে বলে/ তোমরা যে বল দিবস- রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’… সখী, ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়…।” তাহলে কি প্রেমে পড়লেন মিমি চক্রবর্তী? এমন কৌতূহল অস্বাভাবিক নয়!

টলিপাড়ার অন্দরে নাকি কানাঘুযো শোনা যাচ্ছে, মিমির মনে বসন্ত ধরা দিয়েছে। তবে সেই মানুষটি বিনোদুনিয়ার কেউ নন! তাহলে? প্রেমের বিষয়ে অবশ্য মুকে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। অতীতে প্রেম ভাঙার পর দীর্ঘদিন নিজেকে ‘সিঙ্গল’ই বলে এসেছেন। পরিবার আর পোষ্যদের ঘিরেই যে তাঁর জীবন, সেটা সোশাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়। তবে মিমির জীবনে যে নতুন মানুষ এসেছে, সরস্বতী পুজোর পোস্ট কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *