‘সংবাদ প্রতিদিন’ ডিজিটালেই জানা যাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল, জানুন পদ্ধতি

‘সংবাদ প্রতিদিন’ ডিজিটালেই জানা যাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল, জানুন পদ্ধতি

খেলাধুলা/SPORTS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষা শেষের দেড় মাসের মাথায় ৭ মে, বুধবার উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। সাড়ে ১২টায় বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হবে। দুপুর দু’টো থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থী এবং অভিভাবকরা। সংবাদ প্রতিদিন ডট ইন-এ লগ ইন করলেই দেখা যাবে রেজাল্ট। কীভাবে, চলুন জেনে নিই। 

রেজাল্ট দেখতে চোখ রাখুন https://wbhsresults.sangbadpratidin.in/ -এ। এখানে নিজের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিলেই দেখা যাবে রেজাল্ট। তবে পড়ুয়ারা হাতে রেজাল্ট পাবে ৮ মে। সকাল দশটা থেকে রাজ্যের ৫৫টি কেন্দ্র থেকে স্কুলগুলির প্রধান শিক্ষক বা শিক্ষিকার হাতে রেজাল্ট তুলে দেওয়া হবে। তারপর নিজ নিজ স্কুল থেকে সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা। 

উল্লেখ্য, ৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ। টোকাটুকি, প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল নকল আটকাতে কড়াকড়ি ছিল নিরাপত্তায়। এবার পরীক্ষায় বসছে ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় বেশ কিছুটা কম। গত বছর পরীক্ষায় দিয়েছিল ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। ২ লক্ষেরও বেশি পড়ুয়া কমেছে। তবে এবারও ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশিই। প্রথমে বলা হয়েছিল, মে মাসের মাঝামাঝি উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। দ্রুত অথচ নিখুঁত ফলপ্রকাশ করাই তাঁদের লক্ষ্য বলে জানান সভাপতি। দেখা গেল মে মাসের মাঝামাঝি নয়, বরং তার আগেই ফল প্রকাশ হচ্ছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *