সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সংঘর্ষের আবহে পাকিস্তানে খেলতে যেতে চাইছেন না বিদেশি ক্রিকেটাররা। তবে ব্যতিক্রম বাংলাদেশ। প্রতিকূল পরিস্থিতি থাকলেও পাকিস্তানে দল পাঠাবে সেদেশের ক্রিকেট বোর্ড, এমনটাই সূত্রের খবর। বাংলাদেশ সরকারের সবুজ সংকেত পেলেই সফরসূচি চূড়ান্ত করে ফেলবে বোর্ড।
ভারত-পাক সংঘর্ষবিরতির পর ১৭ মে থেকে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় দফা। এই আবহে পিএসএল-ও আইপিএলের সঙ্গে একই দিনে শুরু করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু নিরাপত্তার কারণে কিউয়ি তারকা কেন উইলিয়ামসন পিএসএল খেলার ব্যাপারে ‘না’ বলেছেন। পিএসএলের দশম আসরে ৩৭ জন বিদেশি ক্রিকেটার অংশ নিয়েছিলেন। এই আবহে তাঁদের পাওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে। পাকিস্তানের তরফে নিরাপত্তার আশ্বাস দেওয়া সত্ত্বেও ফিরে আসতে অনিচ্ছুক অধিকাংশ বিদেশি ক্রিকেটার।
তবে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে চলেছেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। যদিও পিএসএল খেলতে গিয়ে পাকিস্তানে আটকে পড়েছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। সংঘর্ষের মধ্যেই কোনওমতে তাঁদের পাকিস্তান থেকে উদ্ধার করা হয়। রিশাদ জানিয়েছিলেন, ভয়াবহ অভিজ্ঞতার কাহিনী। ভারতের আক্রমণের খবর পেয়ে ক্রিকেটাররা কাঁদতেও শুরু করেছিলেন, এমনটাই জানিয়েছেন রিশাদ।
এহেন পরিস্থিতিতে সূত্রের খবর, দ্বিপাক্ষিক সিরিজের জন্য় পাকিস্তানে দল পাঠাতে চলেছে বাংলাদেশ। পদ্মাপাড়ের বোর্ড সূত্রে খবর, বাংলাদেশ সরকারের জন্য অপেক্ষা করছে তারা। তবে পাকিস্তান সফরের জন্য সবুজ সংকেত দেবে সরকার, এমনটাই আশা বোর্ডের। নতুন করে টি-২০ সিরিজের সূচিও তৈরি করা হবে। তবে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে যেতে চান না। বিসিবি সূত্রে খবর, কাউকে খেলতে যাওয়ার জন্য জোর করা হবে না। পাকিস্তানের পরিস্থিতি খতিয়ে দেখেই সফর সংক্রান্ত যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে বলে জানা গিয়েছে বাংলাদেশ বোর্ড সূত্রে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন