সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ মে থেকে শুরু হওয়া ভারত-পাক সংঘর্ষবিরতির পর অবশেষে শান্তি ফিরেছে সীমান্তে। এই পরিস্থিতিতে জানা গেল, আগামী ১৮ মে পর্যন্ত সংঘর্ষবিরতি চলবে। বৃহস্পতিবারই হটলাইনে কথা বলেছেন ভারত ও পাকিস্তানের ডিজিএমও। আর সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন পাক বিদেশমন্ত্রী ইশাক দার।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতে চলা জঙ্গি হামলায় মৃত্যু হিয়েছিল ২৬ জনের। এই হামলায় প্রত্যক্ষ মদত ছিল পাকিস্তানের। হামলার দায়ও নেয় লস্কর ই তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই অবস্থায় পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের আঁতুড় ঘরে হামলা চালায় ভারত। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় জঙ্গিদের হেড কোয়ার্টার গুঁড়িয়ে দেওয়া হয়। সেনা ও আইএসআই লালন করছিল এই সন্ত্রাসের কারখানা। সেই ঘটনার পর পাকিস্তানের হামলা ও পালটা হামলার পর বর্তমানে যুদ্ধবিরতি চলছে দুই দেশের মধ্যে। গত ১০ মে এই সংঘর্ষবিরতির কথা ঘোষণা করতে দেখা যায় বিদেশ সচিব বিক্রম মিসরিকে। সেই সময়ই হটলাইনে কথা হয়েছিল দুই দেশের ডিজিএমওর। সোমবারও তাঁদের মধ্যে কথা হওয়ার পর এদিন সন্ধ্যাতেও হটলাইনে কথা বলেছেন তাঁরা।
এদিকে সংঘর্ষবিরতি শুরুর পরও তা লঙ্ঘন করে পাকিস্তান। সেই সময় ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই হুঁশিয়ারি দিয়ে জানান, একই ঘটনার পুনরাবৃত্তি হলে সেনা কমান্ডারদের তা প্রতিহত করতে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল আরও জানান, পাকিস্তান চুক্তিভঙ্গ করতে থাকলে এক বিন্দু জমিও ছাড়বে না ভারত।