সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উচ্চমাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের পর বসে রয়েছেন? ভাবছেন ঠিক কোন পথে এগোলে চাকরি পাবেন? তাহলে খামোখা আর দেরি করবেন না! কোম্পানির চাহিদা অনুযায়ী যেকোনও বিভাগে আগে নিজেকে দক্ষ করে তুলতে হবে। আর তার জন্য প্রয়োজন প্রফেশনাল কোর্স। প্রফেশনাল কোর্স না করলে আজকের দিনে চাকরি পাওয়া প্রায় অসম্ভব। আজকের চাকরির বাজার ছাত্রছাত্রীদের বিশেষ দক্ষতার উপর দাঁড়িয়ে রয়েছে। আর নিজেকে দক্ষ করে তোলার জন্যই প্রয়োজন ট্রেনিংয়ের। তবে প্রফেশনাল কোর্স এমন জায়গা থেকে করতে হবে যেখানে সরাসরি চাকরির সুযোগ রয়েছে। আর এব্যাপারে রাজ্যের অন্যতম সেরা প্রতষ্ঠান হল শ্রীমতী টেকনো ইনস্টিটিউট। বিগত তিন দশক ধরে এই প্রতিষ্ঠান থেকে পাশ করা ছেলেমেয়েরা বিভিন্ন প্রফেশনাল ফিল্ডে আজ উচ্চপদে কর্মরত।
কলকাতার বিশিষ্ট কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র শ্রীমতী টেকনো ইনস্টিটিউটে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। বিভিন্ন চাকরিমুখী কোর্সে ভর্তি চলবে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত। চাকরির বাজারে যেসব ট্রেনিং করা থাকলে কখনও চাকরির অভাব হয় না, এখানে সেইসব ট্রেনিংকেই বেশি প্রাধান্য দেওয়া হয়।
কী কী কোর্স রয়েছে?
আইটিআই কোর্স
ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, রেফ্রিজারেশন ও এসি, অটোমোবাইল মেকানিক।
সেফটি ম্যানেজমেন্ট কোর্স
ডিপ্লোমা ইন ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট, অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট, বিএসসি (ফায়ার এন্ড ইন্ডাস্ট্রিয়াল সেফটি)- ৩ বছর, বিএসসি অনার্স (ফায়ার এন্ড ইন্ডাস্ট্রিয়াল সেফটি)- ৪ বছর।
শর্ট টার্ম কোর্স
মোবাইল এন্ড স্মার্ট ফোন টেকনোলজি
সিসিটিভি টেকনিশিয়ান
আর্ট এন্ড ডিজাইন কোর্স
ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যানিমেশন এন্ড মাল্টিমিডিয়া।
বিউটি এন্ড ওয়েলনেস
বিউটিশিয়ান (স্কিন এন্ড হেয়ার)
প্রফেশনাল মেকআপ
ব্রাইডাল মেকাআপ
আইটি কোর্স
কম্পিউটার হার্ডওয়ার এন্ড নেট
অটোক্যাড
এফএ উইথ জিএসটি (ট্যালি প্রাইম)
ডিটিপি, থ্রিডি স্টুডিও ম্যাক্স, ওয়েব টেক, অফিস ম্যানেজমেন্ট, অডিও ও ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং।
এই প্রতিষ্ঠান থেকেই বা কেন করবেন?
(১) এখান থেকে যেকোনও প্রফেশনাল ট্রেনিং পাশ করলেই চাকরি একদম বাঁধা। রাজ্য ও দেশের সেরা কোম্পানিগুলোর সাথে ইন্ডাস্ট্রিয়াল ও প্লেসমেন্ট টাই আপ করা রয়েছে।
(২) ইন্ডাস্ট্রির সেরা স্কিলড প্রফেশনাসদের কাছ থেকে সরাসরি ট্রেনিংয়ের সুযোগ।
(৩) ট্রেনিং চলাকালীন কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ।
(৪) ইন্টারভিউয়ের জন্য বিশেষ পার্সোনাল গ্রুমিং-এর ব্যবস্থা।
(৫) সবচেয়ে কম কোর্স ফি তে কোয়ালিটি ট্রেনিং প্রোভাইডার হিসেবে দীর্ঘদিনের খ্যাতি।
(৬) এছাড়াও অডিও ভিসুয়াল প্রশিক্ষণ, সেমিনার এবং ফ্যাশন শো, ফ্লেক্সিবল ব্যাচ টাইমিং, ওয়াই-ফাই ক্যাম্পাস, রেলওয়ে কনসেশন, নিয়মিত মূল্যায়ন ও আরও নানা সুযোগ-সুবিধা পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা।
ভর্তির জন্য যোগাযোগ করুন
৬ থেকে ৯ মাসের মধ্যে ভালো মাইনের চাকরি পেয়ে কেরিয়ার তৈরির জেদ থাকলে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করুন।
ফোন: 92300 76099 / 92300 62679 / 92300 62675
বারুইপুর ব্রাঞ্চ: 92300 62678 (সোম-শনি সকাল ৯টা থেকে রাত্রি ৮টা)
ওয়েবসাইট: www.srimatitechno.org