শ্রাবণ মানেই শিবের মাস, মহাদেবের আশীর্বাদ পেতে প্রতি সোমবার মেনে চলুন এই নিয়ম

শ্রাবণ মানেই শিবের মাস, মহাদেবের আশীর্বাদ পেতে প্রতি সোমবার মেনে চলুন এই নিয়ম

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মাস অত্যন্ত পবিত্র। ভক্তরা মনে করেন, শ্রাবণ মাসে ভক্তিভরে শিবের আরাধনা করলে মহাদেব প্রসন্ন হন। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন তিনি। পৌরাণিক কাহিনি মতে, সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ উৎপন্ন হলে মহাদেব সেই বিষ পান করে বিশ্বকে রক্ষা করেন। বিষের তীব্র জ্বালা উপশমের জন্য দেবতারা শিবের মাথায় জল ঢালেন। এই ঘটনা শ্রাবণ মাসেই ঘটেছিল বলে মনে করা হয়। তাই এই মাসে শিবলিঙ্গে জল ঢালা বা জলাভিষেক করা অত্যন্ত পুণ্যের কাজ। বৃষ্টির ধারা যেমন পৃথিবীকে সিক্ত করে শীতল করে, তেমনি ভক্তদের ভক্তিধারা শিবের কৃপা লাভের পথ খুলে দেয় শ্রাবণে।

Follow this rule every Monday of the month of Shravan to get the blessings of Lord Shiva

কথিত আছে, শ্রাবণ মাসেই মহাদেবের শ্বশুরবাড়ি আগমন ঘটে এবং তিনি কৈলাস ছেড়ে পৃথিবীতে আসেন। তাই, এই সময়ে শিবের পূজা করলে তিনি সহজে প্রসন্ন হন।

শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ‘শ্রাবণ সোমবার’ নামে পরিচিত এবং এর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে মহাদেবের পূজা করলে তিনি বিশেষভাবে তুষ্ট হন বলে বিশ্বাস করা হয়। আপনার ভাগ্য ফেরাতে শ্রাবণ মাসের সোমবারগুলিতে পালন করুন এই নিয়মগুলি:

(১) শ্রাবণ মাসের সোমবার সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে মন্দিরে যান। শিবলিঙ্গে শুদ্ধ জল, কাঁচা দুধ, বিল্বপত্র, ধুতুরা ফুল, আকন্দ ফুল, চন্দন এবং মধু নৈবেদ্য সাজিয়ে দিন। “ওঁ নমঃ শিবায়” মন্ত্র জপ করতে করতে জলাভিষেক করুন। এতে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে।

(২) শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপবাস রাখা অত্যন্ত শুভ। যদি পূর্ণ উপবাস সম্ভব না হয়, তাহলে একবেলা ফলমূল বা নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন। আপনার মানসিক ও শারীরিক শুদ্ধতার জন্য এই উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় উপবাস রেখে মহাদেবের পূজা করলে ভক্তের প্রতিটি ইচ্ছে পূর্ণ হয়।

(৩) পরিবারের মঙ্গলের জন্য শ্রাবণ মাসের যেকোনও সোমবারে রুদ্রাভিষেক পুজো দিতে পারেন। এই পুজোয় শিবলিঙ্গকে বিভিন্ন নৈবেদ্য সহকারে অভিষেক করানো হয়। এই পুজো সাধারণত রোগ-শোক ও দুঃখ দূর করার জন্য করা হয়। জীবনে শান্তি-সমৃদ্ধি বৃদ্ধি পায় এই পুজো করলে।

Follow this rule every Monday of the month of Shravan to get the blessings of Lord Shiva

(৪) শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। ব্রাহ্মমুহুর্তে স্নান সেরে এই মন্ত্র ১০৮ বার জপ করতে হয়। দেবাদিদেব মহাদেবের উদ্দেশে মন্ত্রপাঠ করার ফলে জীবনের যেকোনও সংকট, অকাল মৃত্যু রোধ ও দীর্ঘ জীবন লাভ সম্ভব হয়ে ওঠে। দীর্ঘ জীবন কামনায় এই মন্ত্রপাঠ অনেকেই করে থাকেন। গোটা মাসজুড়ে এই মন্ত্রপাঠ করতে পারেন। তবে প্রতি সোমবার এই মন্ত্রপাঠ ভক্তের জীবনে আরও ফলপ্রসূ হয়ে ওঠে।

(৫) শ্রাবণ মাসজুড়ে শিবের মন্দিরগুলিতে ভক্তদের ঢল নামে। এই সময় দান-ধ্যানে পূণ্য লাভ হয়। দরিদ্রদের দান করলে ভগবান শিব তুষ্ট হন। তাই, মহাদেবের প্রতি ভক্তি ও বিশ্বাস অটুট রাখতে শ্রাবণে দান-ধ্যান করুন। প্রতি সোমবার উপবাস করে শিবের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পর দীন-দুঃখীদের যথাসাধ্য সাহায্য করুন। এতে আপনার পরিবারের কল্যাণ হবে।

আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির জন্য শ্রাবণ মাসকে হিন্দুধর্মে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এই পবিত্র মাসে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে মহাদেবের আরাধনা করলে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি ফিরে আসবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *