শ্রাবণে স্ত্রীকে নিয়ে শিবের মাথায় জল ঢালতে যাওয়াই কাল! তলিয়ে গেলেন শিক্ষক

শ্রাবণে স্ত্রীকে নিয়ে শিবের মাথায় জল ঢালতে যাওয়াই কাল! তলিয়ে গেলেন শিক্ষক

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


অর্ণব দাস, বারাকপুর: শ্রাবণের দ্বিতীয় সোমবার স্ত্রীকে নিয়ে শিবের মাথায় জল ঢালতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন শিক্ষক! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পানিহাটির বারো মন্দির ঘাটে। এরপরই ঘাটের বেহাল দশা নিয়ে সরব হয়েছে এলাকাবাসী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ব্যক্তির নাম অলোকেশ ঘোষ (৩৮)। তাঁর বাড়ি পানিহাটির মিলনগড় এলাকায়। তিনি পানিহাটির রামকৃষ্ণ হাই স্কুলের রসায়নের শিক্ষক। এদিন সকালে স্ত্রীকে নিয়ে বারো মন্দির ঘাটে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলেন অলোকেশবাবু। তার আগে সস্ত্রীক গঙ্গায় স্নান করতে নেমে ভাঁটার টানে তলিয়ে যান দম্পতি। উপস্থিত স্থানীয়রা বাঁশ ফেলে কোনওভাবে স্ত্রীকে উদ্ধার করলেও শিক্ষকের হদিশ মেলেনি। তাঁর খোঁজে খড়দহ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তল্লাশি চালালেও সন্ধ্যা পর্যন্ত শিক্ষকের হদিশ মেলেনি বলেই খবর।

ঘটনাটি জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বাসিন্দারা। তাঁরা অভিযোগ করেন, বারো মন্দির ঘাটের অবস্থা বেহাল। বিভিন্ন জায়গায় গর্ত হয়ে রয়েছে। ভাঁটার সময় জল নিচে নেমে গেলে কার্যত মরণফাঁদ তৈরি হয়। এদিন সেই গর্তে পড়েই দুর্ঘটনা ঘটছে। এনিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর ঝর্ণা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বেহাল বারো মন্দির ঘাটের কোনরকম সংস্কার না হওয়ায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে বলেন, “ঘাটগুলি পোর্টের নিয়ন্ত্রণে। আমরা কোনও কাজ করতে পারি না। দ্রুত ঘাট সংস্কারের জন্য বহুবার কেন্দ্র সরকারের নমামী গঙ্গে প্রকল্পে আবেদন করা হয়েছে। কিন্তু রাজ্যবাসীর প্রতি কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের জন্য মানুষের জীবন বিপন্ন হচ্ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *