শেষবেলায় ভারতীয় পেস ব্যাটারির চার্জে বেসামাল ইংল্যান্ড, ওভালে পঞ্চম দিনে রুদ্ধশ্বাস লড়াইয়ের অপেক্ষা

শেষবেলায় ভারতীয় পেস ব্যাটারির চার্জে বেসামাল ইংল্যান্ড, ওভালে পঞ্চম দিনে রুদ্ধশ্বাস লড়াইয়ের অপেক্ষা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


ভারত (প্রথম ইনিংস): ২২৪ (করুণ ৫৭, সুদর্শন ৩৮, অ্যাটকিনসন ৩৩/৫, টং ৫৭/৩)
ইংল্যান্ড (প্রথম ইনিংস): ২৪৭ (ক্রলি ৬৪, ব্রুক ৫৩, প্রসিদ্ধ ৬২/৪, সিরাজ ৮৬/৪)
ভারত (দ্বিতীয় ইনিংস): ৩৯৬ (যশস্বী ১১৮, আকাশ ৬৬, টং ১২৫/৫, অ্যাটকিনসন ১২৭/৩)
ইংল্যান্ড (দ্বিতীয় ইনিংস): ৩৩৯ (ব্রুক ১১১, রুট ১০৫, প্রসিদ্ধ ১০৯/৩ সিরাজ ৯৫/২)

চতুর্থ দিনের মতো খেলা থমকাল বৃষ্টিতে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুশো বছরের শাসন ভোলেনি ভারত। ফলে ক্রিকেটের অতিরিক্ত ইংল্যান্ডে ইংরেজদের কাছে হার। সেই কারণেই বোধ হয় গিলদের অবিশ্বাস্য কামব্যাকের সাক্ষী হল ওভাল! ব্রুক ও রুটের শতরানের পরেই দুই উইকেট হারাল ইংল্যান্ড। ১১১ রান করে আকাশদীপের বলে আউট হলেন ব্রুক। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হন রুট (১০৫)। পরে জেকব বেথেলও (৫) প্রসিদ্ধের বলেই ফিরে যান। এমত অবস্থায় ইংল্যান্ডের জিততে দরকার ৩৫ রান, ভারতের চাই ৪ উইকেট। কিন্তু আচমকা মাঠের দখল নিলেন বরুণদেব। টানটান উত্তেজনার ম্যাচ থমকে গেল ঝাঁপিয়ে নামা বৃষ্টিতে। সেই বারিধারা এতখানি যে চতুর্থ দিনের খেলা বন্ধ হয়ে গেল। অর্থাৎ, ম্যাচ গড়াল পঞ্চম দিনে। তাহলে কি বরুণদেবই হার বাঁচানোর সুযোগ করে দিচ্ছে ভারতকে? ওভালে পঞ্চম দিনে সিরাজদের রুদ্ধশ্বাস লড়াই দেখার অপেক্ষায় ভারতীয় সমর্থকরা।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *