শেষবেলায় জয়, ‘দুর্বল’ বিএসএফ-কে হারিয়ে ডুরান্ড অভিযান শেষ মহামেডানের

শেষবেলায় জয়, ‘দুর্বল’ বিএসএফ-কে হারিয়ে ডুরান্ড অভিযান শেষ মহামেডানের

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


মহামেডান: ৩ (সজল, ম্যাক্সিয়ন ২)
বিএসএফ: ০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ডের গ্রুপ পর্বের প্রথম দু’টি ম্যাচে হেরে ডুরান্ড কাপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছিল মহামেডানের। এবার লিগ পর্বের শেষ ম্যাচে তুলনায় ‘দুর্বল’ বিএসএফের বিরুদ্ধে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। কলকাতা লিগ এবং ডুরান্ডে হারতে হারতে আত্মবিশ্বাসের তলানিতে থাকা মহামেডান শেষবেলায় অবশেষে জয় পেল। বিএসএফ’কে ৩-০ গোলে হারিয়ে দিলেন মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা।

প্রতিপক্ষ বিএসএফও পরপর দুই ম্যাচে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে আগেই। তাদের কাছেও ম্যাচটি নিয়মরক্ষার। চোটের জন্য এদিন দলে ছিলেন না গত ম্যাচের গোলদাতা অ্যাসলে কোলি। কার্ড সমস্যার জন্য অধিনায়ক দীনেশ মিতেইকেও পায়নি মহামেডান। তাঁদের না থাকা সমস্যায় ফেলেনি তাদের।

শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকেন সজল, ম্যাক্সিয়নরা। ৫ মিনিটেই অধিনায়ক সজল বাগের গোলে এগিয়ে যায় মহামেডান। পেনাল্টিতে গোল পান তিনি। ২১ মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেন ম্যাক্সিয়ন। ৩০ মিনিটে ম্যাক্সিয়নের গোলে প্রথমার্ধের আগেই তিন গোলে এগিয়ে যায় সাদা-কালো।

দ্বিতীয়ার্ধে রক্ষণ আঁটসাঁট করেই নেমেছিল বিএসএফ। বল পজিশন নিজেদের অনুকূলে রাখলেও বিপক্ষের বক্সের সামনে গিয়ে তালগোল পাকিয়ে যাচ্ছিল মহামেডানের। তবে, এরই মধ্যে বেশ কিছু সুযোগও তৈরি করে মহামেডান। বেশ কিছু ক্ষেত্রে দলের অবধারিত পতন রোধ করেন বিএসএফ গোলরক্ষক। তবে, প্রথমার্ধে যে দল তিনটে গোল করল, সেই দল দ্বিতীয়ার্ধে কোনও গোল না করেই নিজেদের ডুরান্ড অভিযান শেষ করল। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *