শূন্যের গেরো কাটানোর চেষ্টা! এবার ‘নারী সংসদ’ তৈরির সিদ্ধান্ত সিপিএমের

শূন্যের গেরো কাটানোর চেষ্টা! এবার ‘নারী সংসদ’ তৈরির সিদ্ধান্ত সিপিএমের

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


স্টাফ রিপোর্টার: হারানো মহিলা ভোট ফেরানোর চেষ্টা। রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের স্বার্থে রাজ্যের সমস্ত পঞ্চায়েত ও ওয়ার্ডে মহিলাদের একত্রিত করে নারী সংসদ গড়ে তোলার কথা ঘোষণা করল সিপিএম। যা নিয়ে কটাক্ষ শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার মহিলাদের কল্যাণের জন্য নানা প্রকল্প চালু করেছে। যার অনুকরণ করছে অন্য রাজ্যের সরকারও। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প সারা বিশ্বেও নজর কেড়েছে। তখন রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের স্বার্থে সিপিএম নেতাদের মুখে নারী সংসদের ঘোষণার কথা শুনে বামেদের মধ্যেই প্রশ্ন, এসব করে হারিয়ে যাওয়া ভোট কি ফিরবে, কাটবে কি শূন্যের গেরো? বৃহস্পতিবার পার্টির রাজ্য দপ্তরে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করেন।

সিপিএম নেতৃত্ব জানিয়েছেন, গার্হস্থ্য হিংসা ও যৌন হয়রানি প্রতিরোধে প্রত্যক্ষ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি করা হবে আইনি সহায়তা। মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণও দেওয়া হবে। তবে দলের মহিলা সংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতি থাকা সত্ত্বেও মীনাক্ষীকে দিয়ে মহিলাদের স্বার্থে এদিন এই কর্মসূচির ঘোষণা সেলিমরা কেন করলেন তা নিয়ে পার্টির অভ্যন্তরে প্রশ্ন রয়েছে। পাশাপাশি এই প্রশ্নও উঠেছে যে, গত লোকসভা ভোটের আগেও এই ধরনের কর্মসূচির পরিকল্পনার কথা সিপিএম বললেও তা বাস্তবায়িত হল না কেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *