সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধানের সঙ্গে ফোনে কথা বললেন মহাকাশচারী শুভাংশু শুক্লা। ‘অ্যাক্সিয়ম-৪’ মিশনের অংশ হিসেবে স্পেস স্টেশনে গিয়েছেন শুভাংশু। সেখান থেকে ইসরো চেয়ারম্যান ড. ভি নারায়ণনের সঙ্গে কথা বললেন তিনি। জানা গিয়েছে, এই টেলিফোনিক কথোপকথনের মূল বিষয় ছিল শুক্লার শারীরিক অবস্থার খোঁজখবর এবং মিশনের অধীনে বর্তমানে যে বৈজ্ঞানিক পরীক্ষাগুলি চলছে, তা নিয়ে আলোচনা।
ইসরো চেয়ারম্যান এই সমস্ত পরীক্ষার প্রতিটি ধাপ নিখুঁতভাবে নথিভুক্ত করার উপর জোর দেন। তিনি জানান, এই গবেষণাগুলির ফলাফল আগামী দিনে ভারতের মহাকাশ অভিযান, বিশেষ করে গগনযান কর্মসূচির অগ্রগতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথমবার আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে গিয়ে শুভাংশুর অন্যতম প্রধান লক্ষ্য গগনযান মিশনের জন্য তথ্য ও অভিজ্ঞতা সঞ্চয় করা। লক্ষ্য ভারতের নিজস্ব ক্ষমতায় কোনও মানুষকে মহাকাশযানে পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানো। এই দিক থেকে ‘অ্যাক্সিয়ম-৪ মিশনকে শেখার একটি বড় সুযোগ হিসেবে দেখছে ইসরো।
এই টেলিফোনিক কলে ছিলেন ইসরোর একাধিক শীর্ষ কর্মকর্তাও। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর ড. উন্নিকৃষন নায়ার, লিকুইড প্রপালশন সিস্টেমস সেন্টারের ডিরেক্টর এম মোহন এবং ইসরো ইনশিয়াল সিস্টেমস ইউনিটের ডিরেক্টর পদ্মকুমার ই এস। তাঁরা শুভাংশুর সঙ্গে নানা বৈজ্ঞানিক পরীক্ষা ও মিশনের নানা দিক নিয়ে আলোচনা করেন।