শুভমানদের রানের পাহাড়ের সামনে পরপর উইকেট খুইয়েও লড়ছে ইংল্যান্ড

শুভমানদের রানের পাহাড়ের সামনে পরপর উইকেট খুইয়েও লড়ছে ইংল্যান্ড

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


ভারত: ৫৮৭ (শুভমান গিল ২৬৯, জাদেজা ৮৯. যশস্বী ৮৭, বাসির ১৬৭/৩)

ইংল্যান্ড: ৭৭/৩ (হ্যারি ব্রুক অপরাজিত ৩০, আকাশদীপ ৩৬/২)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্টে তাঁর অসাধারণ শতরানের পরেও দল জেতেনি। এবার দ্বিশতরান করেছেন তিনি। আর অধিনায়ক শুভমান গিলকে প্রথম টেস্ট জয়ের স্বাদ দিতে বল হাতে ঝাঁপিয়ে পড়েছেন তাঁর কমরেডরা। ফলশ্রুতি, সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষ রীতিমতো নাস্তানাবুদ ব্রিটিশ সিংহরা। শুভমানের ২৬৯ রানের অতিকায় ইনিংসে (৩০x৪, ৩x৬) ভর করে ভারত শেষ করেছে ৫৮৭ রানে। জবাবে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে ইংল্যান্ড। তবে শেষপর্যন্ত চতুর্থ উইকেটে অর্ধশতরান যোগ করে কিছুটা স্বস্তি ফিরেছে তাদের।

প্রথম দিন ভারত থেমেছিল ৫ উইকেটে ৩১০ রানে। গিল খেলছিলেন ১১৪ রানে। তখনই বোঝা গিয়েছিল ভারত অধিনায়কের খিদে মেটেনি। তিনি দ্বিতীয় দিনও একই রকমের আগ্রাসন নিয়ে ঝাঁপাবেন। তাই হল। তবে এই আগ্রাসন অনর্থক চালিয়ে খেলার পাগলপারা ঝুঁকি নয়। বরং ধৈর্য ধরে বলের ‘মেরিট’ বুঝে খেলা টিপিক্যাল টেস্ট ব্যাটিং। ইংরেজরা ভালোই বুঝতে পারছিল, এই উইকেটটা ক্রমশই দামি হয়ে উঠছে। এবং রবীন্দ্র জাদেজা। কেরিয়ার শেষ হয়ে যাবে এমন এক গুঞ্জনের মাঝেই করে গেলেন দুরন্ত ৮৯। মারলেন দশটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। তিনি আউট হওয়ার পর ওয়াশিংটন সুন্দর যোগ্য সঙ্গত করে গেলেন। ফলে গিলও খেললেন মনের আনন্দে।

Shubhman Gill hits first double century of test career

৩১১ বলে দ্বিশতরান এল গিলের ব্যাট থেকে। উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানাল গোটা ভারতীয় দল। এরপর তিনি একে একে পেরিয়ে গেলেন সুনীল গাভাসকর, শচীন তেণ্ডুলকর এবং বিরাট কোহলি-তিন প্রজন্মের তিন সেরা ব্যাটারের সর্বোচ্চ টেস্ট স্কোরকে। ওহ! এরই পাশাপাশি এজবাস্টনে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর গড়ার পথেও পেরলেন কোহলির ১৪৯ রানকে। পরপর রেকর্ড ভেঙে গিল বুঝিয়ে দিচ্ছেন, আগামিদিন তাঁরই নামে লেখা থাকতে চলেছে। প্রথম টেস্টে ১৪৭ রানের পর এবার আরও বড় স্কোর তাঁর রান-খিদেকেই প্রকট করে দিচ্ছে। কোনও ভারতীয় অধিনায়ক হিসেবে কিংবা এশিয়ার বাইরে ভারতীয় ব্যাটার হিসেবে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের নজির গড়লেন এদিন। সিরিজ শুরুর আগে অনেকেই তাঁর অধিনায়কের টুপি পরা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। নিঃসন্দেহে তাঁদের জন্য এর চেয়ে যোগ্য জবাব হয় না।সবচেয়ে বড় কথা রো-কো-র অভাব এখনও পর্যন্ত বুঝতে দেয়নি তাঁর কিংবা পন্থের ব্যাটিং। এদিকে অধিনায়কের উলটো দিকে ওয়াশিংটন সুন্দরও পরিপাটি খেললেন (৪২)। শেষপর্যন্ত ভারত অলআউট হল ৫৮৭ রানে।

জবাবে খেলতে নেমে ১৩ রানে পরপর দুই উইকেট খোয়ায় ইংল্যান্ড। বাংলার আকাশদীপের বলে বেন ডাকেট (০) এবং ওলি পোপ (০) ফিরে যান। কিছু সময় পরই ১৯ রান করে মহম্মদ সিরাজের বলে আউট হয়ে যান জ্যাক ক্রলি। স্কোর ২৫/৩। এখান থেকেই লড়াই শুরু জো রুট (অপরাজিত ১৮) ও হ্যারি ব্রুকের (অপরাজিত ৩০)। দিনের শেষে তাঁরা টিকে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন। দিনের শেষ ওভারের পঞ্চম বলে আরেকটু হলেই আউট হয়ে যেতেন ব্রুক। সেটা হলে ফের চাপে পড়ে যেত ইংল্যান্ড। কিন্তু তা আর হল কই! ফলে তৃতীয় দিন নিশ্চিতভাবে শুরুতেই ইংল্যান্ডকে ঝটকা দিতে হবে ভারতকে। অন্যথায় ইংল্যান্ড কিন্তু ফাঁস কেটে বেরিয়ে যেতে পারে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *