সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন দ্বিতীয় টেস্টে জশপ্রীত বুমরাহর খেলা নিয়ে সংশয়, ঠিক তখনই ইংল্যান্ড দলের শক্তিবৃদ্ধি। এজবাস্টনে যশস্বী জয়সওয়াল, শুভমান গিলদের সামনে আতঙ্ক হয়ে উঠতে পারেন তিনি। দ্বিতীয় টেস্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। তাতে চার বছর পর সুযোগ পেয়েছেন জোফরা আর্চার।
চোটের জন্য ইংল্যান্ড এমনিতেই পাচ্ছে না গাস অ্যাটকিনসন এবং মার্ক উডকে। আইপিএলে চোট পাওয়ায় ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ছিলেন না জোফরা আর্চারও। তবে, শুভমান-পন্থদের জব্দ করতে দ্বিতীয় টেস্টে ফিরছেন ৩০ বছর বয়সি এই পেসার। ঘণ্টায় ১৫০ কিমি বেগে বল করতে পারেন তিনি। উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারির পর থেকে আর কোনও আন্তর্জাতিক টেস্ট খেলেননি আর্চার। ঘটনাচক্রে সেই ম্যাচটি ছিল ভারতের বিপক্ষে। সেই ভারতের বিরুদ্ধেই প্রত্যাবর্তন ঘটতে চলেছে তাঁর।
আর্চার যে দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন, সেই আভাস আগেই দিয়েছিলেন ইংল্যান্ডের নির্বাচক লিউক রাইট। জানানো হয়েছিল সাসেক্সের হয়ে চার দিনের ম্যাচে ভালো খেললে দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন তিনি। রবিবার থেকে সাসেক্সের হয়ে কাউন্টি ম্যাচে নামা আর্চার ১৮ ওভার বল করে ৩২ রানে পেয়েছেন ১ উইকেট। কোনও বোলারের পক্ষে ফিট না হয়ে ১৮ ওভার বল করা সম্ভব নয়। তাই দুশ্চিন্তামুক্ত হয়ে আর্চারকে দলে নেওয়ার ব্যাপারে কোনও দ্বিধা করেনি ইংল্যান্ড।
উল্লেখ্য, আর্চার দলে ফিরলেও কেউ বাদ পড়েননি। কারণ প্রথম টেস্টে ইংল্যান্ডের ১৪ জনের স্কোয়াড ছিল। এখন প্রশ্ন হল, এজবাস্টনে কি প্রথম একাদশে দেখা যাবে আর্চারকে? আর্চারকে দলে নিলে ইংল্যান্ডকে উইনিং কম্বিনেশন ভাঙতে হবে। সেই ঝুঁকি কি নেবে ইংল্যান্ড থিঙ্ক ট্যাঙ্ক? এই ব্যাপারে একটা উপদেশও দিয়েছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন। তিনি আর্চারের ব্যাপারে কোনও তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন।