শুটিংয়ের মাঝেই ক্ষতি চোখের! হাসপাতালে স্বস্তিকা, কেমন আছেন অভিনেত্রী?

শুটিংয়ের মাঝেই ক্ষতি চোখের! হাসপাতালে স্বস্তিকা, কেমন আছেন অভিনেত্রী?

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ছবির কাজ শুরু করেছিলেন। তারই মাঝে হঠাৎ বিপত্তি। গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি অভিনেত্রী স্বস্তিকা দত্ত। বড়সড় ক্ষতি হয়েছে অভিনেত্রীর চোখে।

জুন মাসে উইন্ডোজ প্রোডাকশন হাউজের সঙ্গে শুরু করেছিলেন ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং। নতুন কাজ নিয়ে বেশ উৎসাহী ছিলেন স্বস্তিকা। নর্থ বেঙ্গলে ভরা বর্ষায় চলছিল ছবির শুটিং। হঠাৎ শুটিংয়ের মাঝেই চোখে প্রবল যন্ত্রণা শুরু হয় অভিনেত্রীর। প্রযোজনা সংস্থার তরফে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঠিক কী হয়েছে স্বস্তিকার? নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী জানিয়েছেন নিজের শারীরিক অবস্থার কথা। তিনি জানিয়েছেন মারাত্বক ক্ষতি হয়েছে কর্নিয়ায়। রীতিমতো যন্ত্রণায় কাতর অভিনেত্রী।



এদিন এই পোস্টে স্বস্তিকা আরও লেখেন, ‘আমি জানতাম যা হয় তা ভালোর জন্যই হয়। কিন্তু গতকাল আমার আগামী ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর শুটিং চলাকালীন আমি মারাত্বক যন্ত্রণায় ছটফট করতে শুরু করি। সঙ্গে সঙ্গে আমাকে প্রযোজনা সংস্থার তরফে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি কর্নিয়া ড্যামেজের মতো সমস্যার সঙ্গে লড়াই করছি। কীভাবে এই অবস্থা হল আমি জানি না। আমি দুনিয়ার সবথেকে বড় সমস্যার সঙ্গে লড়াই করছি।’

স্বস্তিকা আরও লেখেন, ‘আমি আমার নতুন ছবির সমস্ত সহ-অভিনেতা, অভিনেত্রীকে ধন্যবাদ জানাবো এই পরিস্থিতিতে আমকে সহযোগিতা করার জন্য। এই ছবিটি আমার কাছে ভীষণ স্পেশাল, এবং আমি এটাকে আরও বেশি স্পেশাল করে তুলতে চাই যে কোনও পরিস্থিতিতেই। এই ছবির পরিচালক, প্রযোজক প্রত্যেকেই আমার সঙ্গে ভীষণ সহযোগিতা করছেন। আমার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেই শুটিংয়ের প্ল্যান করছে ছবির পরিচালক ও প্রযোজক। আমি যথাসম্ভব আমার চোখের যত্ন নেওয়ার পাশাপাশি সঠিকভাবে শুটিং চালিয়ে যাওয়ারও চেষ্টা করছি।’

উল্লেখ্য, উইন্ডোজের প্রথম হরর কমেডি ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ছবিতে অভিনয় করছেনমিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত ও স্বস্তিকা দত্ত-সহ শ্রুতি দাস। ছবিটি পরিচালনা করছেন অরিত্র মুখোপাধ্যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *