শীর্ষ আদালতে স্বস্তি রাহুলের, শাহকে ‘খুনি’ মন্তব্যে মানহানি মামলায় স্থগিতাদেশ

শীর্ষ আদালতে স্বস্তি রাহুলের, শাহকে ‘খুনি’ মন্তব্যে মানহানি মামলায় স্থগিতাদেশ

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীর্ষ আদালতে স্বস্তি পেলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘খুনি’ মন্তব্যে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানি মামলার শুনানিতে স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। ঝাড়খণ্ড আদালতে দায়ের হওয়া এই মামলায় হেমন্ত সোরেন সরকার ও মামলাকারীকে নোটিস পাঠানো হয়েছে শীর্ষ আদালতের তরফে।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন ঝাড়খণ্ডে এসে অমিত শাহকে ‘খুনি’ বলে আক্রমণ শানিয়েছিল রাহুল গান্ধী। সেই সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন শাহ। তাঁর বিরুদ্ধে এহেন মন্তব্যের জেরে ঝাড়খণ্ডের নিম্ন আদালতে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন নবীন ঝাঁ নামে এক বিজেপি কর্মী। পাল্টা মামলা বাতিলের আবেদন জানায় কংগ্রেস নেতৃত্ব। তবে সে আর্জি খারিজ করে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেয় রাঁচির ম্যাজিস্ট্রেট আদালত। পালটা ঝাড়খণ্ড হাই কোর্টের দ্বারস্থ হন রাহুল। সেখানেও অবশ্য ধাক্কা খেতে হয়। হাই কোর্টে ধাক্কা খেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল।

সোমবার এই মামলার শুনানি চলছিল শীর্ষ আদালতে। দুই বিচারপতি বিক্রম নাম ও সন্দীপ মেহতার বেঞ্চে রাহুলের পক্ষে সওয়াল করেন বরিষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, কোনও ব্যক্তি কারও বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করলে, যার মানহানি হয়েছে তিনি মামলা দায়ের করতে পারেন। তৃতীয় পক্ষ এই মামলা করতে পারেন না। এখানে তৃতীয় ব্যক্তি কীভাবে মামলা দায়ের করলেন? সিংভির যুক্তির ভিত্তিতে ঝাড়খণ্ড আদালতে এই মামলার শুনানির উপর স্থগিতাদেশ দেওয়া হয় শীর্ষ আদালতের তরফে। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে। পাশাপাশি ঝড়খণ্ড সরকার ও মামলাকারীকেও এই ইস্যুতে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *