সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাজতে চলেছে সানাই। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘বাহুবলী’ প্রভাস। চলতি বছরের জানুয়ারি মাসেই দক্ষিণী সিনেবাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালনের একটা পোস্টে জল্পনার পালে হাওয়া লাগে। এবার বড়সড় ইঙ্গিত এল প্রভাসের পরিবারের তরফে।
বছর দুয়েক ধরেই শোনা যাচ্ছে যে, প্রভাস এবার বিয়ে করতে চলেছেন। সেই জল্পনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেও বিয়ের দিনক্ষণে সিলমোহর বসাননি দক্ষিণী তারকা। তবে এবার সম্ভবত মনের মানুষের সঙ্গে চার হাত এক করেই ফেলবেন তিনি। কারণ প্রভাসের কাকিমা শ্যামলাদেবী যিনি ‘সুপারস্টার পরিবারের মুখপত্র’ হিসেবেই পাপারাজ্জিদের কাছে পরিচিত, তিনি খোদ এবার সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন। শ্যামলাদেবীর মন্তব্য, “শিবের আশীর্বাদ পেলেই প্রভাস বিয়ে পিঁড়িতে বসবে। আমাদের দিক থেকে তো আমরা সমস্ত রকম চেষ্টা করছি। আমরাও প্রস্তুত। আশা করি, খুব শিগগিরিই শিবের আশীর্বাদধন্য হবে প্রভাস। বিয়ের খবরও তখনই পাওয়া যাবে।” প্রভাসের কাকিমার মন্তব্যের শেষ লাইনেই তোলপাড় দক্ষিণী ইন্ডাস্ট্রি।
বহুদিন থেকেই নাকি প্রভাস দক্ষিণী সুন্দরী তথা জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে প্রেম করছেন। তবে প্রকাশ্যে এসব নিয়ে আলোচনা করতে চাননি অনুষ্কা বা প্রভাসের কেউই। শোনা যাচ্ছে, চলতি বছরেই বিয়ে করছেন প্রভাস। তবে অনেকে আবার সন্দেহ প্রকাশ করে প্রশ্ন করেছেন, ‘এবার নিশ্চিত তো?’
উল্লেখ্য, তেইশ সালে ‘আদিপুরুষ’-এর প্রচারে প্রভাস স্পষ্ট জানান, “যেখানেই যাই, সেখানেই আমাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। আমার বেশ মজাই লাগে। এর থেকে বোঝা যায় অনুরাগীরা আমাকে নিয়ে ভাবেন, আমাকে ভালবাসেন। তাই অনুরাগীদের বলতে চাই। বিয়ে আমি খুব শীঘ্রই করছি। তবে এখন কিছু বলব না। ঠিক সময়েই ঘোষণা করব। আমি জানি এবার এটা নিয়েই জল্পনা শুরু হবে।” সেই ছবিতে রামের চরিত্র করে বিতর্কে জড়িয়েছিলেন প্রভাস। পাশাপাশি আরেকটি গুঞ্জনও মাথা চাড়া দিয়েছিল তখন। দক্ষিণী সুপারস্টার নাকি সেটেই অভিনেত্রী কৃতী শ্যাননকে মন দিয়ে ফেলেছেন। যদিও সেই রটনা বন্ধ হতে বেশি সময় নেয়নি। এবার শোনা গেল, সত্যিই নাকি প্রভাস শেষমেশ ছাদনাতলায় বসতে চলেছেন!