শাহরুখ-দিলজিতের প্রশংসা, অপারেশন সিঁদুরের মাঝে নেটদুনিয়ার রোষানলে পাক ফ্যাশন ডিজাইনার

শাহরুখ-দিলজিতের প্রশংসা, অপারেশন সিঁদুরের মাঝে নেটদুনিয়ার রোষানলে পাক ফ্যাশন ডিজাইনার

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই মেট গালার লাল গালিচায় জাদু দেখিয়েছেন ভারতীয় পুরুষরা। কোটি কোটি দর্শকের মন জয় করেছেন শাহরুখ খান, দিলজিৎ দোসাঞ্ঝরা। তবে তারই মাঝে অপারেশন সিঁদুর। ভারতের আক্রমণে ঘায়েল পাকিস্তান। এই পরিস্থিতিতে ভারতীয় দুই তারকার প্রশংসা করে সোশাল মিডিয়ার রোষানলে পাকিস্তানের ফ্যাশন ডিজাইনার জারা শাহজাহান।

ইনস্টাগ্রামে দু’টি স্টোরি শেয়ার করেন পাক ফ্যাশন ডিজাইনার। জারা লেখেন, “মেট গালার লাল গালিচার দুই তারা। গোটা বিশ্ব যখন আমাদের তারকাদের জন্য দরজা খুলে দিয়েছে, আমাদের তারকারা যখন বিশ্বমঞ্চ কাঁপাচ্ছেন, তখন আমাদের হাততালি দেওয়ার অধিকার নেই। আমাদের হাত সন্দেহে বাঁধা। আমাদের জয় নীরবতায় ভরা।” দ্বিতীয় ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “এটা অবাক করা কাণ্ড যাঁদের দেখে বড় হওয়া, যাঁদের গানের তালে নাচ করা, যাঁদের ছবি দেখলাম – এখন বিশ্বমঞ্চে দেখলেও তাঁদের দেখে অচেনার মতো আচরণ করতে হচ্ছে।”

একেই অপারেশন সিঁদুর আবহে ফুঁসছেন প্রায় সকলে। তারই মাঝে সোশাল মিডিয়ায় এই পোস্ট যেন আগুনে ঘৃতাহুতি। সেদেশের নেটিজেনরা পাকিস্তানের ফ্যাশন ডিজাইনারকে তুলোধোনা করছেন। কেউ কেউ লিখেছেন, “আত্মসম্মান একেবারেই নেই?” আবার অনেকে তাঁর পোস্টের নিচে লিখেছেন, “আমাদের তারকারা? আমি হজম করতে পারছি না। শাহরুখ, দিলজিৎ আবার কবে আমাদের হল?” কেউ কেউ আবার পাক ফ্যাশন ডিজাইনার ‘নির্লজ্জ’ বলে তোপ দেগেছেন। আবার অনেকে তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন। কটাক্ষ করে লিখেছেন, “যুদ্ধের আবহে মেট গালা গুরুত্বপূর্ণ?” যদিও পালটা ওই পাক ফ্যাশন ডিজাইনারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতের কেউ তাঁর পাশে দাঁড়াননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *