শাহরুখের নামে কুকুর পুষতেন আমির, বললেন, ‘ও তো ছ্যাঁচড়া…’

শাহরুখের নামে কুকুর পুষতেন আমির, বললেন, ‘ও তো ছ্যাঁচড়া…’

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত দেড় দশক ধরেই বলিউডের অন্দরে গুঞ্জন, প্রকাশ্যে একে-অপরকে আলিঙ্গন করলেও নাকি শাহরুখ-আমিরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ভাঁটা পড়েছে! সলমন খানের সঙ্গে শাহরুখ খানের ‘ভাইচারা’ সম্পর্কে ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে অনুরাগীরাও অবগত। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান এমন মন্তব্য করলেন, যাতে সেই গুঞ্জনের পালে আরও হাওয়া লেগেছে! মিস্টার পারফেকশনিস্ট নাকি একসময়ে শাহরুখের নামে কুকুর পুষতেন। শুধু তাই নয়, কিং খানকে ‘ছ্যাঁচড়া’ বলেও সম্বোধন করেছেন তিনি।

Met Gala 2025: Shah Rukh Khan confesses This might also his last Met Gala



বলিউডের খান সাম্রাজ্যের তিন প্রতিনিধি। একে-অপরের দারুণ বন্ধু তাঁরা। দুর্দিনেও পাশে থাকেন। ‘লাল সিং চাড্ডা’র পর আমির খান যখন হতাশায় ডুবে গিয়েছিলেন, সেইসময়েও একরাতে ভোর চারটে অবধি তাঁর সঙ্গে আড্ডা দিয়েছিলেন শাহরুখ-সলমন। সম্প্রতি মিস্টার পারফেকশনিস্ট-এর জন্মদিনেও তাঁর বান্দ্রার বাড়িতে মধ্যরাতে ছুটে যান কিং খান। ত্রয়ীকে একফ্রেমে দেখে অনেকেই ভেবেছিলেন, এবার হয়তো মেগাবাজেট কোনও ছবি আসতে চলেছে। তবে গুঞ্জনের পালে হাওয়া লাগলেও এখনও পর্যন্ত সেরকম কোনও খবর নেই। দিন কয়েক আগে সিতারে জমিন পার-এর প্রিমিয়ারেও হাজির থেকে আমিরের ভূয়ষী প্রশংসা করেন শাহরুখ। আর সেই তারকার নামেই কিনা পোষ্য সারমেয়র নামকরণ করেছিলেন আমির খান। বলিউড বাদশার উপর কেন এত রাগ মিস্টার পারফেকশনিস্ট-এর?

Aamir Khan postpones Sitaare Zameen Par trailer launch amid Indo-Pak tensions
ছবি ফাইল

দুই বলিউড তারকাই একসময়ে ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন। সেসময়ে নাকি একে-অপরকে সহ্য করতে পারতেন না! তবে সমস্যা আরও বাড়ে ২০১০ সালে। সেবছর দু মাসের ব্যবধানে মুক্তি পায় শাহরুখের ‘মাই নেম ইজ খান’ এবং আমিরের ‘থ্রি ইডিয়টস’। প্রকাশ্যেই আমির-শাহরুখ দুজন দুজনকে নিয়ে ঠাট্টা করতেন। সম্প্রতি লাল্লনটপ-এর সঙ্গে সাক্ষাৎকারে আমির জানান, তাঁরা একে-অপরকে সম্বোধন করতেন ‘ছ্যাঁচড়া’ বলে। আরও অবাক করে দেয় মিস্টার পারফেকশনিস্ট-এর আরেকটি মন্তব্য। অভিনেতার কথায়, তিনি তাঁর পোষ্য সারমেয়র নাম রেখেছিলেন শাহরুখ। কেন এই রাগ? আমিরের মন্তব্য, “আসলে শাহরুখ তখন সবসময়ে আমাকে নিয়ে ভীষণ ঠাট্টা করত। বিশেষ করে অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলিতে। আমি তো সেসব অনুষ্ঠানে যেতাম না। তাই সুযোগ বুঝে আমার অনুপস্থিতিতে আমাকে নিয়ে মজা করত। ওই সময়েই আমরা একে-অপরের বিরুদ্ধে অনেক কথা বলতাম। ছ্যাঁচড়া বলেও ডাকতাম। হয়তো ও আমাকে নিয়ে খুশি ছিল না। কারণ আমি আমার সাক্ষাৎকারে আর কাউকে নিয়ে কথা বলতাম না। তবে সেসব এখন অতীত। শাহরুখ এখন আমার খুব ভালো বন্ধু। আমরা যখন একসঙ্গে কেরিয়ার শুরু করি, তখন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল। তবে বিগত ১০-১৫ বছর ধরে সেসব মান-অভিমান আর নেই। অন্তত আমার দিক থেকে তো নেইই। ওঁর দিক থেকেও হয়তো তাই। আসলে দুজনেই বাচ্চাদের মতো আচরণ করতাম।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *