শাহরুখদের সাম্রাজ্যে ভাগ বসাবেন টম ক্রুজ! সাবলীল হিন্দিতেই বলিউডে কাজের ইচ্ছেপ্রকাশ সুপারস্টারের

শাহরুখদের সাম্রাজ্যে ভাগ বসাবেন টম ক্রুজ! সাবলীল হিন্দিতেই বলিউডে কাজের ইচ্ছেপ্রকাশ সুপারস্টারের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে ছবি বানানোর ইচ্ছাপ্রকাশ করলেন টম ক্রুজ। শুধু তাই নয় গড়গড়িয়ে এদেশের ভক্তদের উদ্দেশ্যে হিন্দিতে বললেন, “ম্যায় আপ সবসে বহত প্যায়ার করতা হু”, (আমি আপনাদের সবাইকে ভীষণ ভালবাসি)। সম্প্রতি অবনীত কৌরের সঙ্গে তাঁর নতুন ছবির প্রচারমূলক ভিডিওতে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হন অভিনেতা। টম বলেন, “ভারতকে আমি ভীষণ ভালোবাসি। এই দেশের মানুষ, দেশের সংস্কৃতি সবকিছু আমার খুব পছন্দের।”

২০১১ সালে ভারতে ‘মিশন ইম্পসিবল- ঘোস্ট প্রোটোকল’ ছবির প্রচারে ভারতে এসেছিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। স্মৃতির পাতায় ডুব দিয়ে অভিনেতা ভাগ করে নিয়েছেন সেই সময়ের কিছু কথা। তিনি বলেন, “এদেশে কাটানো প্রতিটা মুহূর্ত আমার সবসময় মনে পরে। ভারতের মাটিতে পা রাখা থেকে তাজমহলে যাওয়া এবং মুম্বইয়ে কাটানো প্রতিটা মুহূর্ত আমার স্মৃতির পাতায় আজও উজ্জ্বল।” আর তার ঠিক পরেই বলিউডে ছবি পরিচালনার ইচ্ছেপ্রকাশ করেন অভিনেতা। শুধু তাই নয়, ‘মশালা’ বলিউড সিনেমাতেও অভিনয়ের ইচ্ছেপ্রকাশ করেন টম ক্রুজ।  

 
 
 
 
 
View this submit on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Avneet Kaur (@avneetkaur_13)

বলিউড বন্দনা করে টম বলেন, “হিন্দি ছবির চিত্রানট্য, গল্পের বিষয়বস্তু যেমন আমার পছন্দ, তেমনই বাণিজ্যিক ধারার হিন্দি সিনেমায় যে নাচগান হয়, সেটাও দারুণ লাগে।” আর সেই ভালোলাগাকেই এবার বাস্তবায়ন করতে চাইছেন টম ক্রুজ। হলিউড তারকার এমন ঘোষণার পরই প্রশ্ন উঠেছে, ‘তাহলে কি এবার মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির খান-কাপুরদের একচেটিয়া সাম্রাজ্যে ভাগ বসাতে চাইছেন টম?’  

উল্লেখ্য, শনিবার ভারতে মুক্তি পেল টম ক্রুজের নতুন ছবি ‘মিশন ইম্পসিবল- দ্য ফাইনাল রেকনিং’। ক্রিস্টোফার ম্যাককোয়ারির পরিচালনায় এটি ‘মিশন ইম্পসিবল’ সিরিজের আট নম্বর ফ্র্যাঞ্চাইজি। যা এদেশে মুক্তি পেয়েছে ইংরেজি, হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। তার প্রাক্কালেই টম ক্রুজের মুখে ঝরঝরে হিন্দি ভাষা। আবার বলিউড স্তুতি করে মনও জয় করলেন অভিনেতা।  





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *