সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই স্ত্রী মিলে খুন করলেন স্বামীকে! চাঞ্চল্যকর কাণ্ডটি ঘটেছে তেলেঙ্গানায়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় স্ত্রীদের উপর অত্যাচার করতেন ওই ব্যক্তি। এমনকি মাসদুয়েক আগে এক শাশুড়িকে খুনও করেছিলেন তিনি। সেই ঘটনার পরেই খুন হয়ে গেলেন তেলেঙ্গানার যুবক।
হাড়হিম করা ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার জানগাঁও জেলায়। মৃতের নাম কালিয়া কানাকাইয়া। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কালিয়ার দুই স্ত্রী-চুক্কাম্মা এবং শিরিশা। দীর্ঘদিন ধরেই মদ্যপ অবস্থায় স্ত্রীদের অত্যাচার করার অভিযোগ উঠেছে কালিয়ার বিরুদ্ধে। প্রায় দু’মাস আগে শিরিশার মা ঝান্নু বাইকেও খুন করে কালিয়া। মদ্যপ অবস্থায় খুন করার পর গ্রাম ছেড়ে পালিয়ে যান। মাঝেমাঝে গ্রামে ফিরতেন, দুই স্ত্রীকে হুমকি দিতেন। এমনকি পড়শিদেরও ভয় দেখাতে ছাড়তেন না।
এহেন পরিস্থিতিতে গত সোমবার ফের গ্রামে ফেরেন কালিয়া। দুই স্ত্রীর কাছে একগুচ্ছ দাবিদাওয়া করেন। হুমকি দিয়ে বলেন, এই দাবিগুলো না মেটানো হলে দু’জনকেই খুন করে দেবেন। পুরো বিষয়টি নিয়ে দু’পক্ষে বচসা শুরু হয়। ঝগড়া চলাকালীনই চুক্কাম্মা এবং শিরিশা দু’জনে মিলে খুন করে দেন কালিয়াকে। তারপর কালিয়ার দেহ একটি খালে ফেলে আসেন দু’জনে।
পরে খালে ভাসতে থাকা কালিয়ার দেহ দেখতে পান পড়শিরা। তাঁরাই পুলিশে খবর দেন। খাল থেকে দেহ তুলে ময়নাতদন্ত শুরু করে পুলিশ। হেফাজতে নেওয়া হয় চুক্কাম্মা এবং শিরিশাকেও। আপাতত তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, দেশজুড়ে গত কয়েকদিনে একাধিকবার স্ত্রীদের বিরুদ্ধে স্বামীকে খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার দুই স্ত্রী মিলে খুন করলেন স্বামীকে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।