সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতে জয় পেয়েছেন। তারপরেই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন হাসিন জাহান। স্পষ্ট জানিয়েছেন, মডেলিং দুনিয়ায় তাঁর কেরিয়ার শেষ করে দিয়েছেন তারকা পেসার মহম্মদ শামি। আপাতত তাঁর কোনও রোজগার নেই। তবে আদালতের নির্দেশে খোরপোশ পেয়ে খুশি হাসিন।
সোমবার কলকাতা হাই কোর্ট জানিয়ে দিয়েছে, মহম্মদ শামিকে মাসিক ৪ লক্ষ টাকা খোরপোশ বাবদ দিতে হবে। প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দিলেন বিচারপতি অজয় মুখোপাধ্যায়। স্ত্রীর মাসিক খরচ বাবদ দেড় লক্ষ টাকা ও নাবালিকা মেয়ের খরচের জন্যে আড়াই লক্ষ টাকা অর্থাৎ সব মিলিয়ে মাসে ৪ লক্ষ টাকা খোরপোশ দিতে হবে শামিকে। তবে ২০১৮ সালে শামির কাছ থেকে খোরপোশ বাবদ ৭ লক্ষ টাকা দাবি করেছিলেন হাসিন হাসিন জাহান। আরও ৩ লক্ষ টাকা দাবি করেছিলেন মেয়ের পড়াশোনার খরচ বাবদ।
দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে যথাযথ অঙ্কের খোরপোশ পেয়েছেন হাসিন। তারপরেই সংবাদসংস্থা এএনআইয়ের কাছে তিনি বলেন, “বিয়ের আগে মডেলিং করতাম। তাতে আমার খরচ দিব্যি চলে যেত। কিন্তু শামি আমার কাজ করা বন্ধ করে দেয়। আমাকে গৃহবধূ হয়ে থাকতে বাধ্য করেছিল। যেহেতু শামিকে খুব ভালোবাসতাম, তখন এসব মেনে নিয়েছি। কিন্তু এখন আমার কোনও উপার্জন নেই। আমাদের যাবতীয় খরচের দায়িত্ব শামিকে নিতেই হবে। তাই ও যখন দায়িত্ব নিতে অস্বীকার করল, বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, আমাদের দেশে এখনও আইন রয়েছে যা সকলকে নিজেদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়।”
কলকাতা হাই কোর্টের রায়ের পর হাসিনের আইনজীবী ইমতিয়াজ আহমেদ বলেন, “২০১৮ থেকে ২০২৪, খোরপোশ চেয়ে বারবার চেষ্টা করেছেন হাসিন। আজকের দিনটা তাঁর জন্য খুব আনন্দের।” উল্লেখ্য, আলিপুর আদালত স্ত্রী ও সন্তানের জন্যে মাসিক ৮০ হাজার টাকা দিতে শামিকে নির্দেশ দেয়। পরে জেলা জজ সেই নির্দেশ সংশোধন করে স্ত্রীর জন্যে মাসিক ৫০ হাজার টাকা ও সন্তানের জন্যে ৮০ হাজার টাকা মেটাতে নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাসিন হাই কোর্টের দ্বারস্থ হন।