শহরকে ‘আলবিদা’ শীতের! একধাক্কায় চড়ল তাপমাত্রা, জেলায় হালকা হিমেল আমেজ

শহরকে ‘আলবিদা’ শীতের! একধাক্কায় চড়ল তাপমাত্রা, জেলায় হালকা হিমেল আমেজ

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


নিরুফা খাতুন: ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শহর থেকে পাট গুটিয়ে ফেলল শীত। একধাক্কায় তাপমাত্রা বাড়ল বেশ কয়েক ডিগ্রি। মঙ্গলবার সকালে মেঘলা আকাশ আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় টের পাওয়া গেল উষ্ণতার পরিবর্তন। হাওয়া অফিসের পূর্বাভাস, জেলাগুলিতে এখনও হিমেল আমেজ থাকবে। তবে শহর থেকে মুখ ফিরিয়ে এই মরশুমের মতো বিদায় নিয়েই নিল শীত। আগামী দুদিন তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে আবার পারদ পতনের সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এছাড়া উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। রাজস্থান এবং উত্তর-পূর্ব বাংলাদেশ ও অসমে জোড়া ঘূর্ণাবর্তের জেরে উষ্ণতায় এতটা হেরফের ঘটছে। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে পারদ চড়ছে। ইতিমধ্যেই তাপমাত্রা অনেকটা বেড়েছে কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা। বৃহস্পতিবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। শুক্রবার থেকে পারদ ফের নিম্নমুখী হতে পারে এবং সপ্তাহান্তে জেলায় জেলায় শীতের আমেজ অনুভূত হবে।

মঙ্গলবার সকালে রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ ছিল। পরে আকাশ পরিষ্কার হয়ে উঁকি দিয়েছে রোদ। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। বুধবার কুয়াশার পরিমাণ বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়শায় ঢাকা থাকতে পারে সংলগ্ন জেলাগুলি। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *