শরৎসাহিত্য গবেষণায় বড় পদক্ষেপ, উলুবেড়িয়ায় ডিজিটাল সুবিধাযুক্ত গ্রন্থাগার গড়ার পথে রাজ্য

শরৎসাহিত্য গবেষণায় বড় পদক্ষেপ, উলুবেড়িয়ায় ডিজিটাল সুবিধাযুক্ত গ্রন্থাগার গড়ার পথে রাজ্য

রাজ্য/STATE
Spread the love


মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: শরৎসাহিত্য নিয়ে গবেষণার জন্য বড় পদক্ষেপ। ডিজিটাল সুবিধাযুক্ত একটি গ্রন্থাগার তৈরিতে উদ্যোগ নিল রাজ্য সরকার। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যের উপর গবেষণার কাজকে আরও সহজ করতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

হাওড়ার বাগনানে ৫৩তম শরৎমেলার উদ্বোধন হল। বুধবার সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের মন্ত্রী পুলক রায়। সেখানেই এই বার্তা দেওয়া হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের কাছে এই প্রস্তাব রাখা হয়েছে। গ্রন্থাগার ছাড়াও গবেষকদের থাকার জায়গা তৈরিও করা হবে বলে খবর।

বাগনানের সামতাবেড় এলাকায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির কাছে তাঁদের কিছু জমি নিয়ে এই গ্রন্থাগার এবং গবেষকদের থাকার জায়গাটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এদিন মন্ত্রী পুলক রায় বলেন, “শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর গবেষণা আরও ত্বরান্বিত করাই আমাদের লক্ষ্য। এজন্য আমি তাঁর পরিবারের কাছে প্রস্তাব দিচ্ছি, এখানে একটি ডিজিটাল সুবিধাযুক্ত শরৎ সাহিত্য সম্ভারের পূর্ণ গ্রন্থাগার তৈরির। যারা গবেষণা করতে চান, তাঁদের থাকার জন্য একটি ভবন নির্মাণও হবে।” মন্ত্রী আরও বলেন, “শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবার রাজি হলে আমরা দ্রুত এই পরিকল্পনা রূপায়ণ করব।”

এ নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৌত্র জয় চট্টোপাধ্যায় বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভালো প্রস্তাব। আমি লিখিত আকারে প্রস্তাবটি পেলে আলোচনায় বসব।” শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ির আশপাশে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। ইতিমধ্যে হাওড়া জেলা পরিষদ থেকে শুরু করে বিধায়ক তহবিল থেকে এখানে একাধিক উন্নয়নমূলক কাজকর্ম চলছে। এখানে ‘শরৎ বন’ গড়ে তোলার কাজ চলছে।

হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য বলেন, “আমরা আগেও টাকা দিয়েছি। আবারও ৫০ লক্ষ টাকা আমরা বরাদ্দ করেছি এখানকার একাধিক উন্নয়নের জন্য।” আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত এই শরৎমেলা চলবে। এবারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাস শততম বছরে পা দিয়েছে। সেই উপলক্ষে এবারে ‘পথের দাবী’ নামক মঞ্চ করা হয়েছে বলে জানান, আমতার বিধায়ক সুকান্ত পাল। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ বসু-সহ অন্যান্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *