শনি থেকে বাতিল উত্তরবঙ্গের ১১৩টি ট্রেন, পুজোর আগে দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের

শনি থেকে বাতিল উত্তরবঙ্গের ১১৩টি ট্রেন, পুজোর আগে দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের

রাজ্য/STATE
Spread the love


স্টাফ রিপোর্টার: উৎসবের মরশুম শুরুর আগেই উত্তরবঙ্গগামী ট্রেনের যাত্রীদের জন‌্য দুঃসংবাদ। মালদহ টাউন স্টেশনে ইয়ার্ড পুনর্গঠনের জন্য পূর্ব রেলের তরফে ১১৩টি ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে এই ট্রেনগুলো চলবে না। তাছাড়া এই সময়কালে চলাচলকারী বহু গুরুত্বপূর্ণ ট্রেনের সময় পরিবর্তিত হচ্ছে। কিছু ট্রেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার জন‌্য যাঁরা আগে থেকে পরিকল্পনা করে রেখেছেন, তাঁরা সমস‌্যায় পড়বেন।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই ৬ দিনে ৪০টা এক্সপ্রেস ও ৮টা প‌্যাসেঞ্জার মিলিয়ে আপ-ডাউনে মোট ১১৩টি ট্রেন বাতিল থাকছে। আজ, বৃহস্পতিবার ২৮ আগস্ট থেকেই ওই অংশে ইন্টারলকিং, নন ইন্টারলকিংয়ের কাজ চলবে। যে কারণেই  এই ট্রেন বাতিল।

কোন কোন ট্রেন বাতিল থাকছে? তালিকায় রয়েছে, শতাব্দী, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, হাটে বাজারে এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, কাঞ্জনজঙ্ঘা, রাধিকাপুর এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন। এছাড়াও মালদহ টাউনগামী একাধিক ট্রেন রামপুরহাট পর্যন্ত চলবে। সময়ের বদল করা হয়েছে কামাখ‌্যা, রাধিকাপুরের মতো বেশ কিছু ট্রেনের।

ফলে আগামী শনিবার থেকে উত্তরবঙ্গগামী যাত্রীরা দুর্ভোগের মুখে পড়বে বলে আশঙ্কা। হাওড়া-শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের উদ্দেশে যাওয়া বহু ট্রেনই রয়েছে বাতিলের তালিকায়। রেলের তরফে জানানো হয়েছে, উৎসবের মরসুমের আগে রেলের পরিকাঠামোগত উন্নয়নের কাজের জন‌্য ট্রেন বন্ধ রেখে কাজ চালানো হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *