শনিবার শহরে রেলমন্ত্রী অশ্বিনী, সূচনা করবেন পুরুলিয়া-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের

শনিবার শহরে রেলমন্ত্রী অশ্বিনী, সূচনা করবেন পুরুলিয়া-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সুব্রত বিশ্বাস: আগামী শনিবার শহরে আসছেন রেলমন্ত্রী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওই দিন তাঁর হাতেই পথচলা শুরু করবে দুটি ট্রেন। খবর তেমনটাই। ভারতের একটি অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসছেন রেলমন্ত্রী। কোন কোন ট্রেন পথ চলা শুরু করবে?

শনিবার পুরুলিয়া-হাওড়া (ভায়া মসাগ্রাম) ইন্টারসিটি এক্সপ্রেসের সূচনা হবে। একই দিনে রানাঘাট থেকে শিয়ালদহের মাঝে এসি লোকাল ট্রেনেরও সূচনা হওয়ার সম্ভবনা রয়েছে। পুরুলিয়া-হাওড়া ট্রেনটি উদ্বোধন অনুষ্ঠান সাঁতরাগাছিতে হবে বলে ইতিমধ্যেই সেই কথা জানিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। সকাল ১১টা ১৫ মিনিটে পুরুলিয়া থেকে ছাড়বে ট্রেনটি। বাঁকুড়া, মশাগ্রাম হয়ে হাওড়ায় পৌঁছবে ইন্টারসিটি এক্সপ্রেস।

এই ট্রেন পরিষেবা চালু হলে ইন্দাস, সোনামুখী-সহ বাঁকুড়ার বিভিন্ন প্রান্তের মানুষের উপকার হবে। উপকৃত হবেন কর্ড শাখার মশাগ্রামের যাত্রীরা। যদিও পুরুলিয়া-হাওড়া (ভায়া মশাগ্রাম) ইন্টারসিটি এক্সপ্রেসের টাইমটেবিল এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, খুব শীঘ্রই সম্পূর্ণ টাইমটেবিল প্রকাশ করবে ভারতীয় রেল। তখনই জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে পুরুলিয়া-হাওড়া (ভায়া মশাগ্রাম) ইন্টারসিটি এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা চালু হবে।

দীর্ঘদিন ধরেই মশাগ্রাম দিয়ে হাওড়া-বাঁকুড়ার ট্রেন চালু করার দাবি জানিয়ে আসছিলেন সেখানকার বাসিন্দারা। মশাগ্রাম দিয়ে ট্রেন চলাচল করলে হাওড়া এবং বাঁকুড়ার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার কমে যাবে। একইভাবে কমে যাবে আদ্রা থেকে হাওড়ার দূরত্বও। লাভবান হবেন বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়ার মানুষ। আগামি কয়েকমাসের মধ্যে বিষ্ণপুর-জয়রামবাটি ট্রেনও চালু করে দেওয়া হবে। সকালে একটি ও বিকেলে একটি ট্রেন চলবে বলে জানা গিয়েছে।

একই দিনে রানাঘাট ও শিয়ালদহে মাঝে এসি লোকালটিরও সূচনা হতে পারে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, পরিকল্পনা রয়েছে তেমনই। তবে জাতীয় গ্রন্থাগার ও সাঁতরাগাছিতে অনুষ্ঠানের পর রেলমন্ত্রী সময় পেলে শিয়ালদহ থেকে ট্রেনটির সূচনা হবে। রেলমন্ত্রীর দেওয়া সময়ের উপরই নির্ভর করছে এসি লোকালের সূচনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *