শনিবার অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা! বিরাট-রোহিতদের ভাগ্যের দিকেই নজর

শনিবার অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা! বিরাট-রোহিতদের ভাগ্যের দিকেই নজর

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অজিভূমে ১৯ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজে কি সুযোগ পাবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তাঁদের ২২ গজে আবার দেখার জন্য মুখিয়ে সমর্থকরা। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা হতে পারে ৪ অক্টোবর।

আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ওয়ানডে দলে বিরাট কোহলি এবং রোহিত শর্মা থাকার সম্ভাবনা রয়েছে। তাঁদের ভাগ্য নির্ধারণ হয়তো হতে চলেছে শনিবার। আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিন চলাকালীন নির্বাচকরা দল বেছে নেওয়ার জন্য বৈঠকে বসতে পারেন বলে জানা যাচ্ছে। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও স্পষ্টতা নেই।

কোহলি এবং রোহিত ওয়ানডে দলে থাকবেন কি না, এটা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমনই কৌতূহল রয়েছে হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থের ব্যাপারেও। এশিয়া কাপে চোট পেয়েছিলেন পাণ্ডিয়া। ফাইনালে খেলতে পারেননি। অন্যদিকে, ইংল্যান্ডে চতুর্থ টেস্টে পায়ের পাতায় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন পন্থ। টিম ইন্ডিয়ার এই উইকেটরক্ষক এশিয়া কাপ তো বটেই, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সুযোগ পাননি। এখন দেখার, অস্ট্রেলিয়াগামী বিমানে তাঁরা চড়েন কি না।

লাল বলের ক্রিকেটে অবসরের পর নিজেদের ফিট রাখতে খুবই কসরত করছেন বিরাট-রোহিত। সম্প্রতি ২০ কেজি ওজন কমিয়ে বিসিসিআইয়ের ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। অন্যদিকে, ইংল্যান্ডে বিরাটও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আইপিএলের সময়ে শেষবার মাঠে নেমেছিলেন তাঁরা। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন। সেই কারণে আন্তর্জাতিক মঞ্চে ফিরে এসে পুরনো মেজাজ ফিরে পাওয়াটাও যথেষ্ট চ্যালেঞ্জিং।

অজিভূমে ভারতের সফর শুরু হবে ১৯ অক্টোবর পারথ স্টেডিয়ামে। দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর, অ্যাডিলেড ওভালে। ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডে। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে দূরে থাকা কোহলি এবং অধিনায়ক রোহিতকে দেখার জন্য এখন থেকেই উন্মাদনার পারদ চড়ছে। ওয়ানডে সিরিজের পর ২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচগুলি রয়েছে রয়েছে ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর, ৮ নভেম্বর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *