সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর মধ্যেই ভারতে আসছে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভারতে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত রোমান বাবুশকিন। তিনি বলেন, “আমরা দ্রুত সম্ভব এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। ২০২৬ সালের মধ্যেই এই সরবরাহের কাজ শেষ হয়ে যাবে।”
পহেলগাঁও হামলার বদলায় ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালায় পাকিস্তান। সাফল্যের সঙ্গে সেই হামলা প্রতিহত করেছে ভারতের এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা। অধিকাংশ ক্ষেত্রে আকাশেই ধ্বংস হয়েছে পাক ড্রোন ও মিসাইল। সেনার বক্তব্য, নিখুঁতভাবে রক্ষাকবচ তথা ‘সুদর্শন চক্র’ হয়ে কাজ করেছে এটি। ফলে ভারতীয় সেনার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মস্কো থেকে আরও কয়েকটি এস-৪০০ আনার সিদ্ধান্ত নিয়েছিল নয়াদিল্লি।
উল্লেখ্য, রাশিয়ায় তৈরি এই ‘সুরক্ষাকবচ’। আধুনিক যুদ্ধে বিশ্বের প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা। অন্তত ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে ‘সুদর্শন চক্র’। ৪০০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে। আপাতত ভারতের চারটি জায়গায় এই সিস্টেম মোতায়েন রয়েছে। পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরের নিরাপত্তার জন্য পাঠানকোটে রয়েছে এস-৪০০। এছাড়াও রয়েছে রাজস্থান এবং গুজরাট সীমান্তে।