শচীন ঝড়েও অধরা জয়, ‘বুড়ো’দের লিগে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

শচীন ঝড়েও অধরা জয়, ‘বুড়ো’দের লিগে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস্টার্স লিগে ভারতের জয়রথ থামাল অস্ট্রেলিয়া। বুধবার শেন ওয়াটসনদের তাণ্ডবে খড়কুটোর মতো উড়ে গেল ভারতের বোলিং। পরে ব্যাট করতে নেমে হাফসেঞ্চুরি হাঁকালেন শচীন তেণ্ডুলকর। কিন্তু শেষরক্ষা হল না। ৯৫ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতল অজিরা।

অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক মাস্টার্স লিগে খেলছেন শচীন। টুর্নামেন্টের শুরু থেকেই দুরন্ত ছন্দে ভারত। শচীন ছাড়াও বিশ্বকাপজয়ী যুবরাজ সিং, সুরেশ রায়না, ইউসুফ পাঠানরা রয়েছেন ভারতের স্কোয়াডে। কয়েকটি ম্যাচে ঝোড়ো ব্যাটিং করেছেন শচীন। ভারতকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করেছে ভারত।

তবে ভারতীয় দলকে এদিন সেয়ানে সেয়ানে টক্কর দিল ওয়াটসনের অস্ট্রেলিয়া। টস জিতে বল করার সিদ্ধান্ত নেন শচীন। কিন্তু প্রথম থেকেই মারমুখী মেজাজে ছিলেন অজি অধিনায়ক ওয়াটো। মাত্র ৫২ বলে ১১০ রান করে অপরাজিত থাকেন তিনি। আরেক ওপেনার শন মার্শ ২২ রান করে আউট হয়ে গেলেও রানের গতি থামেনি। তিন নম্বরে নামা বেন ডাঙ্ক মাত্র ৫৩ বলে ১৩২ রান করেন। ১২টি বাউন্ডারি আর ১০টি ছক্কা মেরেছেন গোটা ইনিংসে। নির্ধারিত ২০ ওভার শেষে ২৬৯ রান তোলে অজিরা।

গোটা টুর্নামেন্টে ভালো পারফর্ম করে আসা বোলিং লাইন আপ ব্যর্থ হতেই ভেঙে পড়ে ভারতের ব্যাটিংও। ওপেন করতে নেমে ৩৩ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন শচীন। কিন্তু তিনি ছাড়া আর কেউ সেভাবে রান পাননি। দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ইউসুফের ২৫ রান। ইনিংসের শেষ বলে ১৭৪ রানে অলআউট হয়ে যায় ভারত। তবে এদিন বড় ব্যবধানে হারলেও পয়েন্ট টেবিলে সকলের উপরেই রয়েছে শচীনের ভারত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *