শচীনকে টপকে নয়া রেকর্ড রুটের, ওভালে ঝামেলায় জড়ালেন প্রসিদ্ধ কৃষ্ণর সঙ্গেও

শচীনকে টপকে নয়া রেকর্ড রুটের, ওভালে ঝামেলায় জড়ালেন প্রসিদ্ধ কৃষ্ণর সঙ্গেও

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে নামলেই নতুন রেকর্ড গড়ছেন জো রুট। ওভালে মাত্র ২৯ রান করে তিনি টপকে গেলেন শচীন তেণ্ডুলকরকে। আবার এই ম্যাচে বাগবিতণ্ডাতেও জড়ান তিনি। ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণর সঙ্গে কথা কাটাকাটি এত দূর গড়ায় যে, শেষ পর্যন্ত আম্পায়ারকে এসে হস্তক্ষেপ করতে হয়।

আগে রেকর্ডের কথায় আসা যাক। ম্যাঞ্চেস্টারে একগুচ্ছ নজির গড়েছিলেন। টেস্টে সর্বাধিক রানের ক্ষেত্রে বর্তমানে শচীনের পরেই রুটের নাম। তবে ওভালে অন্য একটি নজিরে শচীনকেও ছাপিয়ে গিয়েছেন তিনি। ২২ রান করে ঘরের মাঠে অর্থাৎ ইংল্যান্ডে তাঁর রান সংখ্যা দাঁড়ায় ৭২১৭। যা ভারতের মাটিতে শচীনের রানের থেকেও বেশি। রুট এই কৃতিত্ব গড়েছেন ৮৪ ইনিংসে, অন্যদিকে শচীন নিয়েছিলেন ৯৪টি ইনিংস। তবে এই তালিকায় সবার উপরে আছেন রিকি পন্টিং। প্রাক্তন অজি তারকা ৯২ ম্যাচে করেছিলেন ৭৫৭৮ রান।

তবে ওভালে দ্বিতীয় দিনে যখন রুট ব্যাট করতে নেমেছিলেন, তখনই ঝামেলায় জড়ান প্রসিদ্ধর সঙ্গে। ইংরেজ ব্যাটার তখনও রানের খাতা খোলেননি। চতুর্থ বলের পর দেখা যায় ভারতীয় পেসার রুটকে গিয়ে কিছু একটা বলছেন। এমনিতে ‘শান্ত’ বলেই পরিচিত রুট। কিন্তু এদিন প্রসিদ্ধর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত আম্পায়ার এসে দুজনকে আলাদা করেন। যদিও কী নিয়ে ঝামেলা, তা জানা যায়নি। পরে ২৯ রান করে মহম্মদ সিরাজের বলে আউট হন রুট।

ততক্ষণে অবশ্য তাঁর নজির গড়া হয়ে গিয়েছে। ম্যাঞ্চেস্টারে নামার আগে রুটের রান ছিল ১৩,২৫৯। মাত্র ৩০ রান করেই তিনি দ্রাবিড়কে (১৩,২৮৮) টপকে যান। ঠিক আরও একটি রান করে ছাপিয়ে যান জ্যাক কালিসকেও (১৩,২৮৯)। কিন্তু সেখানেই থামেননি ইংরেজ ব্যাটার। ১৭৯ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। আর ১২০ রান করেই তিনি ছাপিয়ে গেলেন রিকি পন্টিংকেও। প্রাক্তন অজি তারকা ১৬৮ ম্যাচে ১৩৩৭৮ রান করেছিলেন। সেখানে ১৫৭ ম্যাচেই পন্টিংকে টপকে গেলেন রুট। আপাতত তাঁর সামনে রয়েছেন শুধু শচীন তেণ্ডুলকর। ২০০ ম্যাচে ভারতের কিংবদন্তির রান ১৫,৯২১।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *