লোহিত সাগরের তলদেশে ছিঁড়ল ফাইবার অপটিক! ইন্টারনেট পরিষেবায় ভোগান্তির শঙ্কা, নেপথ্যে হাউথি গোষ্ঠী?

লোহিত সাগরের তলদেশে ছিঁড়ল ফাইবার অপটিক! ইন্টারনেট পরিষেবায় ভোগান্তির শঙ্কা, নেপথ্যে হাউথি গোষ্ঠী?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত, পাকিস্তান, এবং মধ্যপ্রাচ্যের একাংশে ব্যাহত ইন্টারনেট পরিষেবা। লোহিত সাগরের নিচে বেশ কিছু ইন্টারনেট পরিবাহী ফাইবার অপটিক কেবল ছিঁড়ে গিয়েই এই সমস্যা ঘটেছে বলে আশঙ্কা করছে ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস। এই সমস্যার কথা নিশ্চিত করে নেটব্লকস জানিয়েছে, সৌদি আরবের জেড্ডার কাছে ফাইবার অপটিক কেবল ছিঁড়ে গিয়ে ইন্টারনেট পরিষেবায় বিঘ্ন ঘটছে। রয়টার্সের একটি প্রতিবেদন সূত্রে আরও জানা যাচ্ছে, দক্ষিণ এশিয়ার পাশাপাশি সংযুক্ত আমির আমিরশাহীতেও ইন্টারনেট পরিষেবায় সমস্যা তৈরি হয়েছে। বিশেষত Etisalat এবং Du নেটওয়ার্ক ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন। পরিষেবায় ভোগান্তি হতে পারে এমনটা জানিয়ে গ্রাহকদের সতর্ক করেছে তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফটও।

লোহিত সাগরের তলদেশের এই ফাইবার অপটিক কেবল মাধ্যম বিশ্বের গুরুত্বপূর্ণ ইন্টারনেট করিডোর। ওই এলাকা দিয়েই বহু তার এশিয়া ও ইউরোপের নানা দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। তাই স্বাভাবিক কারণেই ওই তার কেটে গিয়ে বহু মানুষের ইন্টারনেট ব্যবহারে প্রভাব পড়েছে। তথ্যপ্রযুক্তির বিশেষজ্ঞরা জানাচ্ছেন, লোহিত সাগরের নিচে কেবল ছিঁড়ে যাওয়ার ঘটনা সত্যি হলে বিশ্বজুড়ে ইন্টারনেট এমনকী ফোন পরিষেবাতেও এর প্রভাব পড়বে। কম গতির ইন্টারনেট ও ভিডিও কলিং সংক্রান্ত পরিষেবাতে সমস্যার সম্মুখীন হবেন সাধারণ মানুষ।

অনুমান করা হচ্ছে, এর পিছনে হাউথিদের হাত থাকতে পারে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর লোহিত সাগরে আক্রমণ নিয়ে ইতিমধ্যেই উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। গাজায় হামাসবিরোধী যুদ্ধ বন্ধ করার জন্য় ইজরায়েলের উপর চাপ তৈরি করতে তারা এই কাণ্ড ঘটিয়েছে বলেও মনে করছে আন্তর্জাতিক মহলের একাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *