লোয়ার অর্ডার নিয়ে চিন্তা, ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চকে প্রশ্নের মুখে দাঁড় করাল ইংল্যান্ড লায়ন্স

লোয়ার অর্ডার নিয়ে চিন্তা, ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চকে প্রশ্নের মুখে দাঁড় করাল ইংল্যান্ড লায়ন্স

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দিনই কে এল রাহুল সেঞ্চুরি করে দেন। কমবেশি রান পান করুণ নায়ার, ধ্রুব জুরেলরাও। কিন্তু ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্টে সেভাবে নিজেদের মেলে ধরতে পারলেন না ভারতের রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারারা। বড় চিন্তা রয়ে গেল লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়েও।

কেএল রাহুল, ধ্রুব জুরেলরা আউট হওয়ার পর লোয়ার মিডল অর্ডারের উপর ভারতীয় দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার ভার ছিল। কিন্তু ভারতীয় এ দলের লোয়ার অর্ডার এদিন ব্যর্থ হল। আগের দিন ৭ উইকেটের বিনিময়ে ৩২৭ রান তুলেছিল ভারতীয় এ দল। কিন্তু এদিন শেষ ৩ উইকেট পড়ে গেল মাত্র ২১ রানে। ভারতীয় এ দলের ইনিংস শেষ হয়ে গেল ৩৪৮ রানে।



সমস্যা হল ভারতের মূল দলের দুই তারকা যাঁদের মধ্যে অন্তত একজন বা দুজনই প্রথম একাদশে খেলার কথা, তাঁরা দুজনেই ভালো শুরু করার পর বড় ইনিংস খেলতে পারলেন না। নীতীশ কুমার রেড্ডি ৩৪ রান করে ফিরলেন। আর শার্দূল করলেন ১৯। সদ্য বর্ডার গাভাসকর ট্রফিতে লোয়ার অর্ডার ব্যাটাররা সেভাবে রান না পাওয়ায় ভুগেছে ভারত। আর ইংল্যান্ডের মাটিতে সাফল্য পেতে হলে এই দুই অলরাউন্ডারকেই ব্যাট হাতে ভালো করতে হবে। কিন্তু দুই বেসরকারি টেস্টে টিম ইন্ডিয়ার কোনও অলরাউন্ডারই তেমন নজর কাড়লেন না।

আবার বল হাতেও সেভাবে সাফল্য পায়নি ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষে ভারতের এ দলের ৩৪৮ রানের জবাবে ইংল্যান্ড লায়ন্স ৩ উইকেটে ১৯২ রান তুলেছে। ভারতীয় পেসারদের মধ্যে অনসুল কম্বোজ, তনুষ কোটিয়ান এবং তুষার দেশপাণ্ডে একটি করে উইকেট পেয়েছেন। আর কোনও বোলার উইকেট পাননি। এখানেও শার্দূল এবং নীতীশ রেড্ডির ব্যর্থতা চিন্তাজনক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *