মোহনবাগান: ৪ (মনবীর, লিস্টন ২, সাহাল)
বিএসএফ: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ডে ছুটছে মোহনবাগানের জয়রথ। মহামেডানের পর এবার বিএসএফের বিরুদ্ধে জয়। জারি লিস্টন কোলাসোর ম্যাজিক। সাদা-কালো ব্রিগেডের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন, সোমবার কিশোরভারতী স্টেডিয়ামে বিএসএফের বিরুদ্ধেও এল দুটি গোল। মোহনবাগান জিতল ৪-০ গোলে। অন্য দুটি গোল মনবীর সিং ও সাহাল আবদুল সামাদের।
ডুরান্ডের প্রথম ম্যাচে ডাগ আউট থেকে কোচিংয়ের দায়িত্ব সামলেছিলেন সহকারী বাস্তব কোচ। এদিন ডাগ আউটে ছিলেন হেড কোচ জোসে মোলিনা। যিনিই থাকুন না, সবুজ-মেরুনের দাপট কমেনি। বিদেশি টম অলড্রেডকে শুরু থেকেই খেলানো হয়। পাশে দীপেন্দু বিশ্বাস। শুরুর দিকে গোটা দলের মধ্যে বোঝাপড়ার অভাব চোখে পড়েছিল। যে কারণে একাধিকবার মোহনবাগানের বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন বিএসএফের স্ট্রাইকার কিশোরী। কিন্তু কোনও বিপদ হয়নি।
অনিরুদ্ধ থাপা ও দীপক টাংরিরা মাঝমাঠে মিসপাস ও বলের পজিশন নষ্ট করা বন্ধ করতেই খেলাটা একতরফা হয়ে গেল। বিএসএফের গোটা দলই নেমে এল রক্ষণ সামলাতে। আর এরকম সুযোগ কি কোলাসো-মনবীররা ছাড়েন? দুই উইং থেকে টানা আক্রমণ শানিয়ে গেলেন। প্রশংসা করতে হয় মোহনবাগানের তরুণ ফুটবলার রোশানেরও। উঠে-নেমে অক্লান্ত পরিশ্রম করে দলকে সাহায্য করে গেলেন। তাঁর মাপা ক্রস থেকেই ২৪ মিনিটে প্রথম গোলটা পেল মোহনবাগান। বিএসএফ গোলকিপার একাধিক সেভ করেছিলেন, কিন্তু এবার এগিয়ে ভুল করলেন। জালে বল জড়িয়ে দিলেন মনবীর। প্রথমার্ধে এক গোলের ব্যবধানে এগিয়ে ছিল মোলিনার দল।
দ্বিতীয়ার্ধে শুরু হল লিস্টন ম্যাজিক। ৫৩ মিনিটে বাঁদিকের উইং দিয়ে একজন, দুজনকে কাটিয়ে বক্সে ঢুকলেন। সাহালের থেকে ফিরতি বল পেয়ে আবার দুজনকে মাটি ধরিয়ে জালে বল জড়িয়ে দিলেন। ৫৮ মিনিটে ফের তাঁর গোল। এবারও অনেকটা সেই ছন্দে। একক দক্ষতায় বক্সের মধ্যে বল নিয়ে ঢুকলেন। স্টেপওভারে ‘বোকা’ বানালেন বিএসএফের রক্ষণকে। তারপর গোলকিপারের হাতের তলা দিয়ে গোল করলেন। দু’মিনিট পর সাহালও স্কোরশিটে নাম লেখালেন। সাহালের শট বিএসএফের রক্ষণভাগের এক ফুটবলার হেড দিয়ে গোললাইন থেকে ক্লিয়ার করেছিলেন। তবে রেফারি গোলের নির্দেশ দেন। কারণ, বল গোললাইন অতিক্রম করার পর ক্লিয়ার করার পর। শেষ পর্যন্ত মোহনবাগান জিতল ৪-০ গোলে।
দুই ম্যাচে ছয় পয়েন্ট মোহনবাগানের। তবে গোলপার্থক্যে পিছিয়ে রয়েছে ডায়মন্ড হারবারের থেকে। ফলে দু’দলের মধ্যে ম্যাচ থেকেই ঠিক হবে গ্রুপ শীর্ষের থেকে পরের রাউন্ডে কে যাবে? যদিও গ্রুপের দ্বিতীয় হয়েও সেই সুযোগ থাকছে। কিন্তু গতবারের দ্বিমুকুট জয়ী দল মোহনবাগান নিঃসন্দেহে সেই পথে হাঁটবে না।