সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাহোরের ব্যস্ততম রাস্তায় ভয়াবহ ঘটনা। বাড়ি থেকে বেরিয়ে এক মহিলা ও দুই শিশুর উপর হামলা চালাল পোষ্য সিংহ! শুনতে অবাক লাগলেও এটাও সত্যি। সিংহটির বয়স ১১ মাস বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় এমন ঘটনাটি ঘটে। জড়িত থাকার অপরাধে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পাঁচিল টপকে একটি সিংহ হঠাৎই ব্যস্ততম রাস্তায় চলে আসে। এরপরেই সে তেড়ে যায় এক মহিলার দিকে। প্রথমে মহিলার হাতে থাকা ব্যাগটিতে হামলা চালায়। এরপরেই ঝাঁপিয়ে পড়ে মহিলার উপর। মহিলার সঙ্গে থাকা পাঁচ ও সাত বছরের দুই শিশুর উপরও হামলা চালায়।
Pet lion mauls 3 in Lahore farmhouse, 2 youngsters critically injured.
A lion saved as a pet at a personal farmhouse in Lahore’s Johar City attacked a household on Thursday, critically injuring two youngsters and leaving one girl wounded, police mentioned.
The injured had been rushed to a… pic.twitter.com/Y1qr7zfwNF
— Nukta Pakistan (@NuktaPakistan) July 4, 2025
যে তিনজনের উপর সিংহটি হামলা চালায় তাঁরা একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাজার করে ফিরছিলেন মা। ঠিক সেই সময়ই সিংহটি তাঁদের উপর হামলা চালায়। মহিলার স্বামীর অভিযোগ, “সন্তানদের সঙ্গে নিয়ে তাঁর স্ত্রী বাজার থেকে ফিরছিলেন। সেই সময় সিংহটি হামলা চালায়। গুরুতর আহত হন তিনজন।” ওই ব্যক্তির আরও অভিযোগ, যে সময় ওই সিংহটি হামলা চালায় সেই সময় সিংহের মালিক দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘটনার মজা নিচ্ছিলেন।
এই ঘটনায় সিংহের মালিক-সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি সিংহটিকে আটক করে অভয়ারণ্যে পাঠানো হয়। বর্তমানে সিংহটি সুস্থ অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে। পাকিস্তানে হিংস্র প্রাণীদের পোষ্য রাখার রীতি রয়েছে। নিজেদের অর্থনৈতিক অবস্থাকে বোঝানোর জন্য অনেকেই এই ধরণের প্রাণীকে পোষ্য হিসাবে রাখেন। যা অনেক সময় প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। এই ঘটনা সেই বিষয়টিকে আবারও প্রমাণ করল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন