লাল-হলুদ জার্সিতে আর খেলবেন না হিজাজি, সরকারিভাবে সিদ্ধান্ত জানাল ক্লাব

লাল-হলুদ জার্সিতে আর খেলবেন না হিজাজি, সরকারিভাবে সিদ্ধান্ত জানাল ক্লাব

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিজাজি মাহের যে ইস্টবেঙ্গলের জার্সি আর গায়ে চাপাবেন না সেটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। শুক্রবার সরকারিভাবে জর্ডনের ডিফেন্ডারকে বিদায় জানাল লাল-হলুদ শিবির। ক্লাবের তরফে সোশাল মিডিয়ায় হিজাজিকে ধন্যবাদ জানিয়ে গোল্ডেন হ্যান্ডশেকের খবর জানিয়ে দেওয়া হল।

হিজাজি ২০২৩ সালে ইস্টবেঙ্গলে সই করার পর প্রথম মরশুমে বেশ ভালোই খেলেন। বিশেষ করে ডুরান্ড কাপে তাঁর পারফরম্যান্স নজর কাড়ে। কিন্তু গত মরশুমে চোট আঘাতের জন্যই বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়। এই মরশুমে তাঁকে রাখা হবে না আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। শুক্রবার রাতের দিকে সরকারিভাবে তাঁর বিদায়ের বার্তা জানানো হয়। সোশাল মিডিয়ায় ইস্টবেঙ্গলের তরফে বলা হয়েছে, “আমরা হিজাজিকে আগামীর জন্য শুভেচ্ছা জানাই। ইস্টবেঙ্গলের জন্য যে নিষ্ঠা এবং একাগ্রতা দেখিয়েছ, সেসবের জন্য তোমাকে ধন্যবাদ।”

ইস্টবেঙ্গলের হয়ে হিজাজি ৪২টি ম্যাচে খেলেছেন এবং ৪টি গোল করেছেন। এই সময়েই তিনি জর্ডন জাতীয় দলে ডাক পান। ব্যাকলাইনে তাঁর শক্তিশালী শারীরিক উপস্থিতি সত্ত্বেও, গত মরসুমে তার পারফর্মেন্স গুরুত্বপূর্ণ ম্যাচে সমালোচনার মুখে পড়ে। তাছাড়া গত মরশুমের শেষের দিকে চোটের কবলে পড়েন তিনি। গত বছর ফেব্রুয়ারিতে হাঁটুর চোটের জন্য তিনি ২০২৪-২৫ মরশুমে আর খেলতেই পারেননি। এখনও তিনি পুরোপুরি ফিট নন। নতুন মরশুমে আনফিট ফুটবলার নিয়ে নামতে চাননি কোচ অস্কার ব্রুজো। ইতিমধ্যেই হিজাজির পরিবর্তে অন্য বিদেশি ডিফেন্ডারও সই করিয়েছে লাল-হলুদ শিবির। হিজাজিও নিজের দেশের ক্লাবে সই করছেন বলে খবর।  

সদ্যই দিমিত্রি দিয়ামান্তাকোসকে বিদায় জানিয়েছে ইস্টবেঙ্গল। এবার বিদায় হিজাজিকেও। আগামী দিনে চোটগ্রস্ত মাদিহ তালালকেও ছাড়বে লাল-হলুদ শিবির। আসলে আগামী মরশুমে পুরোপুরি চোটহীন ফিট দল নিয়ে নামতে চান অস্কার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *