‘লাভ জেহাদ, ল্যান্ড জেহাদের সঙ্গে লড়ছে অসম’, স্বাধীনতা দিবসে ফের বিতর্ক উসকালেন হিমন্ত

‘লাভ জেহাদ, ল্যান্ড জেহাদের সঙ্গে লড়ছে অসম’, স্বাধীনতা দিবসে ফের বিতর্ক উসকালেন হিমন্ত

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসে ফের অনুপ্রবেশ নিয়ে সরব অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর ‘অস্তিত্বে’র জন্য ক্ষতিকারক এই অনুপ্রবেশ। এখানে বাংলাভাষী মুসলিমদের দিকেই ইঙ্গিত করেছেন মুখ্যমন্ত্রী বলে মনে করছে রাজনৈতিক মহল। স্বাধীনতা দিবসের ভাষণে হিমন্ত বলেন, অসম এখন ‘আদিবাসী জনগণের পরিচয় রক্ষার লড়াই’ করছে। তাঁর অভিযোগ, “আমরা লাভ জেহাদ থেকে শুরু করে ল্যান্ড জেহাদ পর্যন্ত সবকিছুর মোকাবিলা করছি।” অসমের জনগণকে নিজেদের ঐতিহ্য রক্ষায় একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

হিমন্ত বলেন, “জাতীয় পতাকার চেতনা আমাদের একত্রিত করেছে, আমরা দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছি শান্তিপূর্ণ পরিবেশ এবং গত কয়েক বছরে অর্জিত অগ্রগতির পটভূমিতে। আমি সবাইকে অনুরোধ করছি, সর্বদা দেশের মর্যাদা রক্ষা করুন।” শর্মার দাবি, গত ৭৮ বছর ধরে অনুপ্রবেশকারীদের সঙ্গে আপস করেছে অসম। এরফলে কিছু জনসংখ্যাগত পরিবর্তন শিকড় গেড়ে বসার সুযোগ পেয়েছে। মুখ্যমন্ত্রী সতর্ক করে জানিয়েছেন, অসমের মানুষ নীরব থাকলে কামাক্ষা মন্দিরের পাহাড়ও দখল হয়ে যেতে পারে।

মুখ্যমন্ত্রীর এই কড়া মন্তব্য গত বছরের স্বাধীনতা দিবসের মন্তব্যের পুনরাবৃত্তি। তখনও তিনি বলেছিলেন, বাংলাভাষী মুসলিমদের অসম দখল করতে দেবেন না। শর্মা এও ঘোষণা করেন, “আমি সংখ্যালঘু ভোটের প্রতিযোগিতায় নেই।” বিধানসভায় আপার অসমের শিবসাগর জেলায় বাংলাভাষী মুসলিমদের আক্রমণ করার প্রসঙ্গে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দেন শর্মা। তিনি দাবি করেন, “আমি পক্ষ নেব। আপনারা কী করতে পারবেন? মিয়া মুসলিমদের অসম দখল করতে দেব না।”

তার এই মন্তব্যের দু’দিন আগে অখিল গগৈ অভিযোগ করেন, বিজেপি অসমে ২০০২ সালের গুজরাট দাঙ্গার পুনরাবৃত্তি ঘটাতে চাইছে। ২০২৬ সালের মার্চ-এপ্রিলে হবে বিধানসভা নির্বাচন। তার আগেই ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *