সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। বর্ষণের ফলে ধস বদ্রীনাথ- হৃষীকেশ জাতীয় সড়কে। যার ফলে বদ্রীনাথ, কেদারনাথ এবং হেমকুণ্ডগামী পথ বন্ধ হয়ে পড়েছে। যাত্রীদের থামিয়ে দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে যা বিপত্তির মূল কারণ। প্রশাসন রাস্তা ফের খুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। সাময়িক বন্ধ কেদারনাথ যাত্রা।
বর্ষা দেশে ছড়িয়ে যাওয়ার পর থেকেই উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। অনেক জায়গায় ধস নেমেছে। আজ, শনিবার সকালে বদ্রীনাথ-হৃষীকেশ জাতীয় সড়কে ধস নামে। বন্ধ হয়ে যায় যান চলাচল। শ্রীনগর পাউরি গাঢ়োয়াল জেলা সার্কল অফিসার (সিও) অনুজ কুমার জানিয়েছেন, “জেসিবি এনে ধ্বংসস্তূপ সরানো কাজ শুরু হয়েছে। দুই প্রান্তে পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক বন্ধ। আমরা দ্রুত ধ্বংসস্তূপ সরানোর ব্যবস্থা করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে পোস্ট করে পুলিশ জানিয়েছে, নন্দপ্রয়াগ এবং ভানেরপানির কাছে বদ্রীনাথ জাতীয় সড়ক অবরুদ্ধ। রাস্তাটি কেদারনাথে যাওয়া তীর্থযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ রুট। যা আপাতত বন্ধ। দ্রুত রাস্তাটি খুলে দেওয়ার জন্য কাজ চলছে।”
बद्रीनाथ राष्ट्रीय राजमार्ग नन्दप्रयाग व भनेरपानी के पास अवरुद्ध है मार्ग खुलवाने का कार्य जारी है। pic.twitter.com/h1a3TFWz3g
— Chamoli Police Uttarakhand (@chamolipolice) June 28, 2025
অন্যদিকে, শুক্রবার রুদ্রপ্রয়াগের জেলা কর্তৃপক্ষ টানা বৃষ্টিপাতের কারণে সোনপ্রয়াগ-মুঙ্কাতিয়া সড়কে চলাচল নিষিদ্ধ করেছে। এটি কেদারনাথে যাওয়া তীর্থযাত্রীদের অন্যতম প্রধান রাস্তা। সুরক্ষার কারণে কেদারনাথ ধাম যাত্রায় যাওয়া তীর্থযাত্রীদের সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডে থামিয়ে দেওয়া হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন