লর্ডসে দিনের শেষে ছন্দপতন, দ্রুত ৪ উইকেট হারাল ভারত, জিততে চাই আরও ১৩৫

লর্ডসে দিনের শেষে ছন্দপতন, দ্রুত ৪ উইকেট হারাল ভারত, জিততে চাই আরও ১৩৫

স্বাস্থ্য/HEALTH
Spread the love


প্রথম ইনিংস
ইংল্যান্ড ৩৮৭ (রুট ১০৪, বুমরাহ ৫/৭৪)
ভারত ৩৮৭    (রাহুল ১০০, ওকস ৩/ ৮৪)
দ্বিতীয় ইনিংস
ইংল্য়ান্ড ১৯২ (রুট ৪০, ওয়াশিংটন ৪/২২)
ভারত ৫৮/৪  (রাহুল ৩৩ অপারজিত, কার্স ১১/২)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডস টেস্টের চতুর্থ দিনের অন্যতম অর্জন ১৯২ রানে ইংল্যান্ডকে বেঁধে ফেলা। কাজটা সম্ভব হয়েছে বুমরাহের নেতৃত্বে সিরাজ, আকাশ, নীতীশ, ওয়াশিংটনদের সৌজন্য। যদিও দিনের শেষে ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স টেস্ট জয় নিয়ে সংশয়ে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। চতুর্থ দিনের শেষে মাত্র ৫৮ রান তুলতে গিয়ে ৪ উইকেট হারাল ভারত। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ শুভমন গিল। রান পাননি যশস্বী জয়সওয়াল ও করুণ নায়ারও। ভাগ্যের জোরে টিকে গিয়েছেন লোকেশ রাহুল। লর্ডস টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়ার জন্য ভারতের দরকার আরও ১৩৫ রান। অন্য দিকে ইংল্যান্ডের চাই ৬ উইকেট। পঞ্চম দিনেই জানা যাবে ভাগ্যলক্ষ্মী কাকে সঙ্গ দেবে।

তৃতীয় দিনের শেষে লর্ডসে মেজাজি শুভমান গিলকে দেখা গিয়েছিল। চতুর্থ দিনও সেই দাপুটে মেজাজটাই ধরে রাখেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। মাত্র ১৯২ রানে ইংল্যান্ড অলআউট হওয়ায় জয়ের গন্ধ পায় ভারত। মধ্যাহ্নভোজের বিরতির আগে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। লাঞ্চের পরেও তাদের দুর্দশা কাটেনি। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন জো রুট (৪০)। অধিনায়ক বেন স্টোকস করেন ৩৩ রান। টিম ইন্ডিয়ার হয়ে বোলিংয়ে ব্যতিক্রমী পারফরম্যান্স করেন ওয়াশিংটন সুন্দর। তিনি নেন ২২ রানে ৪ উইকেট।

অন্যদিকে বুমরাহ, সিরাজ ২টি করে উইকেট নেন। আকাশ দীপ ও নীতীশ রেড্ডি নেন ১ উইকেট। এমন দলগত বোলিং পারফরম্যান্সও দেখা গেল বহুদিন পর। এই লিডস টেস্টে দেখা গিয়েছিল বুমরাহর দাপট। এজবাস্টনে কামাল করেছিলেন আকাশ দীপ এবং মহম্মদ সিরাজ। লর্ডসের প্রথম ইনিংসে ফের দেখা গিয়েছিল আগুনে ফর্ম। আর এবার পাঁচ বোলারের মিলিজুলি পারফরম্যান্সে গুটিয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। ভারতের সামনে ছিল ১৯৩ রানের লক্ষ্য।

এর পরেই খানিক ছন্দপতন। জফ্রা আর্চারের অফ স্টাম্পের বাইরে বলে বাউন্সারে পুল মারতে গিয়ে শূন্য রানে ফিরলেন যশস্বী জয়সওয়াল। ম্যাচের তুল্যমূল্য পরিস্থিতিতে এমন শট খেলা ‘ক্রিমিনাল অফেন্স’। শুরুতে খানিক নড়বড়ে দেখাল রাহুলকেও। ৫ রানের মাথায় নিজের বলে রাহুলের সহজ ক্যাচ ছাড়লেন ওকস। এর পর ব্যক্তিগত ১৪ রানের মাথায় ব্রাইডন কার্সের বল ছাড়তে গিয়ে প্যাডে লাগিয়ে আউট হন করুণ। বেশিক্ষণ দাঁড়াতে পারলেন এই টেস্টের সেরা ব্যাটার ভারতীয় অধিনায়ক শুভমান গিলও। ফলে রাহুলকে সঙ্গে দিতে মাঠে নামেন নৈশপ্রহরী আকাশ দীপ। জিততে হলে ভারতের চাই আরও ১৩৫ রান। হাতে রয়েছে ৬টি উইকেট। রাহুল ব্যাট করছেন ৩৩ রানে। অর্থাৎ পঞ্চম দিনের শুরুতে তাঁর কাঁধে বড় দায়িত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *